Homeপশ্চিমবঙ্গশিক্ষক নিয়োগ নিয়ে শুনানি পিছল সুপ্রিম কোর্টে, কোন মামলা?

শিক্ষক নিয়োগ নিয়ে শুনানি পিছল সুপ্রিম কোর্টে, কোন মামলা?

শিক্ষক নিয়োগ মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে।

নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ নিয়ে শুনানি পিছল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি পিছিয়ে গেল। আদালত জানিয়েছে এই বিষয়ে বিস্তারিত শোনা হবে। 

২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগ তুলে মামলা করা হয়। সেই মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার জটিলতা কাটাতে আগামী দু’ সপ্তাহ পরে মামলা বিস্তারিত শোনা হবে। সোমবার এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 

তবে আবেদনকারীরা মামলাআরও কিছুটা পিছনোর আর্জি জানান। বলেন, সংশ্লিষ্ট নথিপত্র গুছিয়ে নিতে সময় দেওয়া হোক। যদিও শীর্ষ আদালতের বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ কড়া ভাষায় জানিয়ে দেয়, মামলা পিছনো হবে না। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, ২৪ জানুয়ারি পরবর্তী শুনানি হতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments