দ্রুত বের হচ্ছে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি! বড় মন্তব্য করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল, জানালেন এই কথা

নতুন নিয়োগ নিয়ে বড় মন্তব্য করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। চলতি বছরেই প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হবে।

12349
প্রাথমিক শিক্ষক নিয়োগের গৌতম পাল

প্রাথমিক শিক্ষক নিয়োগ: এ বছর আর প্রাথমিক শিক্ষক নিয়োগের টিচার এলিজেবিলিটি টেস্ট বা টেট (TET) পরীক্ষা নেওয়া হচ্ছে না। বাতিল করা হয়েছে নতুন প্রাথমিকের টেট, আইনি জটিলতা ও উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগে দেরির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রাথমিক শিক্ষক নিয়োগের গৌতম পাল

এরই মধ্যে নতুন নিয়োগ নিয়ে বড় মন্তব্য করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। চলতি বছরেই প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হবে। আর তাঁর জন্যই এবছর নতুন টেট পরীক্ষা নেওয়া সঙ্গত হবে না বলে জানিয়েছেন তিনি।

পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, “আগের বছরের নিয়োগ এখনও করা যায়নি। তাই নতুন করে টেট পরীক্ষা নেওয়া এই মুহূর্তে সঙ্গত নয়। আমরা ডিসেম্বরে টেট পরীক্ষা নেব না। আমরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করবো। এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার পর টেট পরীক্ষা নেব। সেক্ষেত্রে হয়তো ছয় মাস পর টেট পরীক্ষা নেওয়া হবে। আমরা চেষ্টা করছি এবছরই রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালানোর।”

পড়ুন:  হাজার হাজার শিক্ষকরা অনেক টাকা বেতন কম পাচ্ছেন! শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি শিক্ষক সংগঠনের

চলতি বছর হচ্ছে না প্রাথমিক শিক্ষক নিয়োগের টিচার এলিজেবিলিটি টেস্ট (TET) পরীক্ষা। সোমবার এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর পর দু’বছর পরীক্ষা হওয়ার পর এ বার টেট না হওয়ার কারণ হিসাবে আইনি মামলা এবং পূর্বে পাশ করা চাকরিপ্রার্থীদের নিয়োগ না হওয়াকেই ‘দায়ী’ করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল।

পড়ুন:  শিক্ষক নিয়োগ: সরাসরি ইন্টারভিউয়ের মাধম্যে রাজ্যের স্কুলে গেস্ট টিচার নিয়োগ চলছে, মাসিক বেতন ১২০০০ টাকা

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে টেট পাশ করা চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে আজও ধর্মতলায় ধরনা মঞ্চে বসে আছেন। চাকরির দাবি নিয়ে লাগাতার ধরনা আন্দোলন চালাচ্ছেন তাঁরা। এর পাশাপাশি অপেক্ষায় রয়েছেন ২০১৭ এবং ২০২২-এর চাকরিপ্রার্থীরা। ২০২৩ সালের নেওয়া টেট পরীক্ষার ফল এখনও প্রকাশ হয়নি। এই অবস্থায় চলতি বছরের টেট পরীক্ষা নেওয়া হচ্ছে না।