নিউজ ডেস্ক: কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনে সহকারী প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত শিক্ষক মিলনকান্তি পালের নিগ্রহের ঘটনায় অভিযুক্ত পরিচালন সমিতির সভাপতির দৃষ্টান্তমূলক শাস্তি ও অবিলম্বে নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করে বিদালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে আজ কাকদ্বীপ মহকুমা শাসক ও সহকারী বিদ্যালয় পরিদর্শকের কাছে “মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (STEA)” দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রতিনিধিদল ডেপুটেশন দিলো।
সোমবার মহকুমা শাসক অনুপস্থিত থাকায় কাকদ্বীপ মহকুমার DMDC সত্যজিৎ বিশ্বাস এবং AIs(SE) সিদ্ধার্থ শংকর হালদার সামিতির দাবিগুলো নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন। তাঁদের এক্তিয়ার মোতাবেক যতটা সম্ভব উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন।
এদিনের ডেপুটেশনের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অনিমেষ হালদার, জেলা সহ-সম্পাদক বামদেব হালদার, কাকদ্বীপ মহকুমা সম্পাদক ঝন্টু মাইতি, কেন্দ্রীয় কমিটির সদস্য গৌর নস্কর, আলিপুর মহকুমা সম্পাদক সূর্যকান্ত হালদার এবং ডায়মন্ডহারবার মহকুমা সম্পাদক পার্থ সাহা প্রমুখ।
ডেপুটেশন থেকে বেরিয়ে সমিতির জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, “রাজ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রমাগত এ ধরনের ঘটনা ঘটছে। এর ফলে শুধু শিক্ষক-শিক্ষাকর্মীরা শিক্ষালয়ে নিরাপত্তার অভাব বোধ করছেন তা নয়, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের বাতাবরণ সঞ্চারিত হচ্ছে এবং সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থার উপর খারাপ প্রভাব পড়ছে। আমরা ঐ স্কুলের অভিযুক্ত সভাপতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তা না হলে সর্বস্তরের শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিদের নিয়ে ভবিষ্যতে ঐক্যবদ্ধ দীর্ঘস্থায়ী আন্দোলনের ডাক দেব।”