নিউজ ডেস্ক: মাধ্যমিকের খাতা হারিয়ে হন্যে হয়ে খুঁজলেন শিক্ষিকা। মাধ্যমিকের খাতা দেখার দায়িত্বে রয়েছেন তিনি। সংগ্রহ করেছিলেন মাধ্যমিকের খাতা, তবে বাড়ি নিয়ে যাওয়ার পথে টোটো থেকেই খোয়া গিয়েছিল সেই খাতা। হারানো খাতা খুঁজে পেতে হন্যে হলেন ওই শিক্ষিকা।
জানা গেছে, খাতা হারিয়ে গিয়েছিল সোমবার। সেই খাতার খোঁজ মিলেছে মঙ্গলবার। হাঁফ ছেড়ে বেঁচেছেন ওই শিক্ষিকা।
ঘটনার কথা মানছেন মধ্যশিক্ষা পর্ষদের মনিটরিং কমিটির আহ্বায়ক সুভাষ হাজরা বলেন, “খাতার খোঁজ মিলেছে। আর চিন্তার কিছু নেই।”
ওই শিক্ষিকা খাতাগুলো রেখেছিলেন একটি ব্যাগে। সোমবার তিনি খাতা সংগ্রহ করেছিলেন। বাড়ি ফেরার জন্য টোটোয় চেপেছিলেন চার্চ স্কুল মাঠের সামনে থেকে। কেরানিতলায় গিয়ে নামেন তিনি। নামার সময় ব্যাগটি নিতে ভুলে যান। ব্যাগটি টোটোতেই ছাড়া হয়ে গিয়েছিল।
পরে ওই শিক্ষিকা খেয়াল করেন যে, ব্যাগটি নেওয়া হয়নি। এরপর থেকেই তাঁর হন্যে হওয়া শুরু। বিষয়টি তিনি জানান পর্ষদে। খবর যায় পুলিশের কাছেও। ওই পথের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। ওই টোটো চিহ্নিত করার উদ্দেশে।
মাধ্যমিকের খাতা হারানোর খবর পৌঁছয় টোটো ইউনিয়নের নেতা বুদ্ধ মহাপাত্রের কাছেও। ওই টোটোর খোঁজ শুরু করেন বুদ্ধও। শেষমেশ মঙ্গলবার কেরানিতলার কাছেই ওই টোটোর খোঁজ মেলে।