HomeIndiaবড় খবর: ক্লাসরুমেই বিবাহ বিতর্কে অধ্যাপিকার পদত্যাগপত্র গ্রহণে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কেন...

বড় খবর: ক্লাসরুমেই বিবাহ বিতর্কে অধ্যাপিকার পদত্যাগপত্র গ্রহণে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কেন জেনেনিন?

নিউজ ডেস্ক: ক্লাসরুমেই ছাত্র-অধ‍্যাপিকার বিয়ে! ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় হয় রাজ্য। ভাইরাল হওয়া ওই ভিডিওকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে রাজ‍্যে। ছবি সামনে আসতেই পড়ে যায় হইচই। এটিকে একটি প্রজেক্টের অংশ বলে দাবি করেছেন ওই অধ্যাপিকা। ছুটিতে পাঠানো হয়েছিল তাঁকে। বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই কমিটি প্রাথমিক রিপোর্ট জমা পড়ে মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে। এরপরেই ক্লাসরুমে বিয়ে’ বিতর্কে ইস্তফা দিয়েছিলেন ম্যাকাউটের অধ্যাপিকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই ছুটিতে পাঠিয়েছিল তাঁকে। চিঠি পাঠিয়ে পদত্যাগ করেন তিনি।

ম্যাকাউটের এই ঘটনায় জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসের কর্তৃপক্ষ অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনও নিতে চলেছে কর্তৃপক্ষ। কিন্তু তার আগেই নিজেই পদক্ষেপ করেন ওই অধ্যাপিকা। পদত্যাগ করতে চেয়ে চিঠি দেন বিশ্ববিদ্যালয়ে।

যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, তিনি পদত্যাগপত্র পাঠালেও, তা গৃহীত হয়নি। কারণ বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, তাঁকে শাস্তির মুখে পড়তেই হবে।

এই নিয়ে অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় অবশ্য জানান, ‘একটা ড্রামাকে, মানে একটা নাটকে নাচ-গান অনেক কিছুই হয়। কিন্তু কেবলমাত্র একটা অংশকে নিয়ে ভাইরাল করেছে। এটা খুবই নোংরা ব্যাপার। আমার চরিত্র হনন হচ্ছে। বাচ্চাদেরও ইমেজ খারাপ হচ্ছে।’

এর আগে তদন্ত কমিটির রিপোর্ট সামনে আসে। যেখানে, নাটকের অংশ বলে যে দাবি করেছিলেন অভিযুক্ত অধ্যাপিকা, সম্পূর্ণ তা খারিজ করে দেওয়া হয়। স্পষ্ট করা হয়েছে, ‘মজা করার নামে নোংরামি করা হয়েছে।’

এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাপস চক্রবর্তী জানান, শ্রেণিকক্ষে অধ্যাপিকাকে ছাত্রের সিঁদুরদানের ঘটনা ‘নিম্নমানের কৌতুক’। এ নিয়ে শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করবেন কর্তৃপক্ষ। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই অধ্যাপিকার বিরুদ্ধে যথাযোগ্য পদক্ষেপ করা হবে বলে জানান উপাচার্য।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments