Homeচাকরির খবরTeacher Recruitment: একলব্য স্কুলে শিক্ষক নিয়োগ, প্রতিমাসে বেতন ১২ হাজার টাকা

Teacher Recruitment: একলব্য স্কুলে শিক্ষক নিয়োগ, প্রতিমাসে বেতন ১২ হাজার টাকা

Teacher Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। পুরুলিয়া জেলায় একলব্য স্কুলে শিক্ষক নিয়োগ হবে। প্রতিমাসে বেতন ১২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। এক বছরের চুক্তিভিত্তিক সময়কালের জন্য নিয়োগ করা হচ্ছে। পুরুলিয়া জেলা উন্নয়ন অফিসার পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিস্তারিত জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। 

পড়ুন:  BIG NEWS: গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, মোট উত্তীর্ণ 3233, এক ক্লিকেই দেখেনিন তালিকা

শূন্যপদ

শারীরিক শিক্ষা, অংক, রসায়ন, সাঁওতালি ভাষা এবং ইতিহাস বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।

বয়স

আবেদনে ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকারা ০১/০১/২০২৫ তারিখের হিসাবে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। 

শিক্ষাগত যোগ্যতা 

শারীরশিক্ষা শিক্ষক বিষয়ে আবেদনে ইচ্ছুক শিক্ষকদের শারীরিক শিক্ষা বিষয়ে গ্রাজুয়েশনের পাশাপাশি B.Ed ডিগ্রী থাকতে হবে।।

রসায়ন শিক্ষক হিসাবে নিযুক্ত হতে চাইলে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Ed ডিগ্রীর পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

পড়ুন:  RRB NTPC Recruitment: রেলে 3445টি শূন্যপদের জন্য আবেদন করুন; দারুন সুযোগ চাকরি প্রার্থীদের

গণিত বিষয়ের জন্য গণিতে B.Sc ডিগ্রি এবং B.Ed ডিগ্রী থাকলে আবেদন জানাতে পারবেন।

ইতিহাস বিষয়ে শিক্ষক পদে আবেদনের জন্য অবশ্যই চাকরিপ্রার্থীদের ইতিহাস বিষয়ে অনার্স গ্রাজুয়েট ডিগ্রি এবং B.Ed ডিগ্রী থাকা বাধ্যতামূলক।

সাঁওতালি বিষয়ের জন্য চাকরিপ্রার্থীরা সাঁওতালি ভাষায় গ্রাজুয়েশন এবং প্রশিক্ষণ থাকতে হবে।

পড়ুন:  SSC: 15654টি শূন্যপদে কনস্টেবল পদের জন্য নিয়োগ চলছে, মাধ্যমিক পাশ হলেই আবেদন করা উচিত, শেষ তারিখ কাছাকাছি

আবেদন প্রক্রিয়া 

আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে নির্দিষ্ট পদের জন্য আবেদন পত্র এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র একত্রিত করে একটি মুখবন্ধ খামে ভরে the Project Officer-cum-District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Purulia, PIN-723101 -এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র ০৫/০৩/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে।

Download Notification 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments