গরমের ছুটি নিয়ে গুরুত্বপুর্ন নোটিশ পর্ষদের, পরবর্তীতে নিতে হবে অতিরিক্ত ক্লাস

12525
প্রাথমিক হাইস্কুল ছুটির তালিকা

নিউজ ডেস্ক: গরমের ছুটি নিয়ে গুরুত্বপুর্ন নোটিশ দেওয়া হল। বর্তমানে গরমের কারণে রাজ্যের সমস্ত সরকারী সাহায্যপ্রাপ্ত/স্পন্সরকৃত বিদ্যালয়ে (দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চল ব্যতীত) আগামী ৩০ এপ্রিল, ২০২৫ থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত গরমের ছুটি থাকবে। গ্রীষ্মকালীন ছুটি নিয়ে স্কুল শিক্ষা বিভাগ থেকে নোটিশ দেওয়া হল।

পড়ুন:  School Holiday 2025 West Bengal: ২০২৫-এ স্কুলের ছুটির তালিকা প্রকাশ, গরমের ও দুর্গাপুজোর ভ্যাকেশন কতদিন?

আজ শুক্রবার স্কুল শিক্ষা দফতর নির্দেশ দিয়েছে, আগামী ৩০ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত গরমের ছুটি চলবে। মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে এমনই নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর। অতিরিক্ত গরমের ছুটি কারণে যে পঠন-পাঠনের বিঘ্ন ঘটবে তা পরে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস করিয়ে পূরণ করতে হবে, দুই বোর্ডকে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর।

সমস্ত শিক্ষণ ও অশিক্ষক কর্মচারীরা ছুটিতে থাকবে ‘বিশেষ কেস’ হিসাবে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত। আগেই এই গরমের ছুটির ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নোটিশ দেওয়া হল।

পড়ুন:  ‘দ্রুত তালিকা প্রকাশ করুন’, শিক্ষক নিয়োগ নিয়ে পর্ষদকে নির্দেশ হাইকোর্টের, কাদের কপাল খুলছে?

স্পেশাল কেসে বলা হয়েছে এই ছুটি দেওয়ার ফলে পঠন-পাঠনে যে ক্ষতি হবে তা পুষিয়ে দেওয়ার জন্য ছুটির পর আবার স্কুল খুললে ছাত্রদের শিক্ষার স্বার্থে পরবর্তীতে শিক্ষকদের বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে হবে!