SSC: ‘কী লাভ হবে? বৈঠকের নামে আসলে চাকরিহারাদের বোকা বানানো হচ্ছে’ যা জানালেন বিকাশরঞ্জন

1575
বিকাশরঞ্জন ভট্টাচার্য

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়েছে। গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। তবে এবার এই বৈঠক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিনিয়র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

বৈঠকের নামে চাকরিচ্যুতদের বিকাশ ভবনে ডেকে বোকা বানানোর চেষ্টা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু! এমনই দাবি করলেন ২০১৬ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, এভাবে আসলে সময় কেনার চেষ্টা করছে রাজ্য সরকার। চাকরিহারারা এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত মঙ্গল।

বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘শুক্রবারের বৈঠকে চাকরিহারাদের বোকা বানানো চেষ্টা হয়েছে। বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে সেটাই স্পষ্ট নয়। শিক্ষামন্ত্রী নিজে বলছেন, CBIএর দেওয়া যোগ্য অযোগ্যের তালিকা SSC ৩ বার আদালতে হলফনামা আকারে জমা দিয়েছে। তার পরেও আদালত সেটিকে গ্রহণযোগ্য বলে মনে করেননি। সেই তালিকা প্রকাশ করে কী হবে? সেই তালিকা আরেকবার প্রকাশ করে কী লাভ হবে?’

তিনি আরও বলেন, ‘আদালত তার রায়ে স্পষ্ট জানিয়েছে গোটা নিয়োগপ্রক্রিয়াটাই দুর্নীতির ওপর দাঁড়িয়ে রয়েছে। সংবিধানের একাধিক অনুচ্ছেদকে লঙ্ঘন করে এই দুর্নীতি করা হয়েছে। এই সমস্যার একমাত্র সমাধান হল ফের পরীক্ষা নেওয়া ও স্বচ্ছভাবে নিয়োগ করা। যার কোনও উদ্যোগ নিচ্ছে না রাজ্য সরকার। ফলে আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছি।’

শুক্রবার সন্ধ্যায় চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ‘SSCর কাছে যোগ্য – অযোগ্যের তালিকা রয়েছে CBI-এর দেওয়া তথ্যের ভিত্তিতে। সেই তালিকা SSC ৩ বার হলফনামা আকারে আদালতে জানিয়েছে। আইনি পরামর্শ নিয়ে সেই তালিকা ওয়েবসাইটে তুলে দিতে আমাদের আপত্তি নেই। ২১ এপ্রিলের মধ্যেই তা প্রকাশ করা হবে। SSCর কাছে যে মিরর ইমেজ আছে সেটা প্রকাশের ব্যাপারে আমরা আইনজ্ঞদের পরামর্শ দেব। CBIএর দেওয়া যে মিরর ইমেজ SSCর কাছে রয়েছে তা ওয়েবসাইটে আপলোড করে দিতে কোনও অসুবিধা নেই।’

পড়ুন:  SSC: কাউন্সেলিংয়ে এসেও সুপারিশ পত্র নিল না দু’জন, অনুপস্থিত রইল ১৪৭ জন, বড় তথ্য দিলেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার