SSC শিক্ষক নিয়োগ: উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগে সবুজ সঙ্কেত দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এর ফলে উচ্চ প্রাথমিকে অর্থাৎ সরকার এবং সরকার-পোষিত স্কুলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র পড়াতে ১৪ হাজার শিক্ষক নিয়োগে আপাতত আর কোনও বাধা রইল না। এই অবস্থায় আজ, বুধবার প্রকাশ করা হবে উচ্চ প্রাথমিকের ১৪ হাজার প্রার্থীর নিয়োগ প্যানেল।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলছিল। যদিও শীর্ষ আদালত জানিয়ে দিল, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে কোনও বাধা নেই। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন কয়েকজন চাকরি প্রার্থী। কিন্তু তাঁরা হাইকোর্টে মূল মামলার সঙ্গে যুক্ত ছিলেন না।
সুপ্রিম কোর্টে শুনানিতে সফল প্রার্থীদের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাঁরা এখানে মামলা করেছেন, তাঁরা আদৌ মূল মামলার আবেদনকারী নন। এঁরা ইন্টারভেনার। অর্থাৎ মামলায় নতুন করে জুড়তে চাইছেন।’ তাঁকে সমর্থন করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কুণাল চট্টোপাধ্যায়।
ইঙ্গিতপূর্ণভাবে কল্যানবাবু আরও বলেন, ‘এতদিন কলকাতা হাইকোর্টে কেবল চাকরি বাতিলেরই নির্দেশই দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বহুদিন পর চাকরিতে নিয়োগের বিষয়টিও উল্লেখযোগ্য নয় কি!’ যা শুনে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কেও মুচকি হাসতে দেখা যায়।
সব শুনে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলেও তা খারিজ করে দেওয়া হয়। কল্যাণবাবুর সওয়ালকে গ্রাহ্য করে সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়ে দেয়, ‘ইন্টারভেনারদের আবেদন শুনব না। হাইকোর্টে মূল মামলা আবেদনকারীদের মধ্যে কেউ এলে ভেবে দেখা হবে।’