SSC শিক্ষক নিয়োগ: বারেবারে পিছিয়ে যাচ্ছে শুনানি, এই অবস্থায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হল। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানালেন শিক্ষকদের একাংশ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মামলাটির শুনানির আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্টারের কাছে আবেদন জানালেন শিক্ষকদের আইনজীবী শেখর কুমার। সব মিলিয়ে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষকের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ইমেল করে আবেদন জানিয়েছেন শেখর। এর আগে ১৬ জুলাই সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শেষ শুনানি হয়েছিল। এর পর মামলাটি একাধিকবার শুনানির তালিকাভুক্ত হলেও শেষ পর্যন্ত শুনানি হয়নি। সময়ের অভাবের কারণ দেখিয়ে শুনানি হয়নি।
SSC ২০১৬ সালের নিয়োগ নিয়ে ওঠে বিরাট অভিযোগ। মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। গত ২২ এপ্রিল কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি খুইয়েছিলেন ২০১৬ সালের এসএসসি প্যানেলে রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এরপরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য এবং এসএসসি। পাশাপাশি বিভিন্ন শিক্ষক সংগঠনও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত।
তবে সুপ্রিম কোর্ট নির্দেশে জানিয়েছিল প্রত্যেককে এই মর্মে মুচলেকা দিতে হবে, যাঁরা অবৈধভাবে চাকরি পেয়েছেন প্রমাণ হবে, তাঁদের ৭ মে থেকে রায়ের দিন পর্যন্ত প্রাপ্ত বেতন সুদ-সহ ফেরত দিতে হবে। পাশাপাশি বলা হয়, অবৈধ নিয়োগ সংক্রান্ত যে তদন্ত চলছিল, তা চালিয়ে যাবে সিবিআই।