SSC: প্রথম দিনেই বহু প্রার্থী অনুপস্থিত কাউন্সেলিংয়ে, সুযোগ বাড়বে ওয়েটিং প্রার্থী, বড় খবর সামনে এল

আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। আজ থেকেই শুরু হল স্কুল বাছাইয়ের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া। চাকরি প্রার্থীরা নিজের নিজের পছন্দ মত স্কুল বেছে নিচ্ছেন।

2160
এসএসসি SSC শিক্ষক

SSC শিক্ষক নিয়োগ: আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। আজ থেকেই শুরু হল স্কুল বাছাইয়ের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া। চাকরি প্রার্থীরা নিজের নিজের পছন্দ মত স্কুল বেছে নিচ্ছেন। আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল পুজোর আগেই তারা দু-দফায় উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরু করবে।

সেই হিসাবে পুজোর মুখে তিন এবং চার তারিখ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের কাউন্সিলিং (WBSSC Upper Primary Counselling) পর্ব শুরু করা হল। পুজোর পরে আরও তিন দফা কাউন্সেলিং হবে বলে জানিয়েছে এসএসসি। সবমিলিয়ে মেধাতালিকা ঘোষণার এক মাসের মধ্যেই পাঁচ দফা কাউন্সেলিং সম্পন্ন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

আজ উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া চলেছে এসএসসি অফিসে। আজ মোট ১৪৪ জনের কাউন্সেলিং প্রক্রিয়া ছিল। আজ বৃহস্পতিবার অর্থাৎ ৩ তারিখে ১৪৪ জন এবং আগামীকাল শুক্রবার অর্থাৎ চার তারিখে ১৪০ জন প্রার্থীকে কাউন্সিলিংয়ের জন্য প্রথম দফায় রাখা হয়েছে।

জানা যাচ্ছে বড় সংখ্যক প্রার্থী আজ কাউন্সেলিংয়ে অনুপস্থিত ছিলেন। এদিন ১৪৪ জন প্রার্থীর মধ্যে ৪১ জন অনুপস্থিত ছিলেন। এদিন, পিওর সায়েন্স, হিন্দি, ইংরেজি, উর্দু, তেলেগু মিডিয়াম কাউন্সেলিং ছিল। হবু শিক্ষকের যে যে স্কুল পছন্দ করেছেন, সেগুলো অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিল এসএসসি। 

পড়ুন:  Head Teacher: প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়ে নোটিশ হল, বিস্তারিত জেনেনিন

পছন্দ হয়ে যাওয়া স্কুলের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

School allotment details in Counselling [Phase-1] of 1st SLST, 2016(AT), Upper Primary Level of Classes (Except 10% seats reserved for para-teachers) on 03.10.2024      

Click here to view the details    

পড়ুন:  SSC চেয়ারম্যানকে ১৬ মে-র মধ্যেই শিক্ষক নিয়োগের কাউন্সিলিং শেষের নির্দেশ হাইকোর্টের

পছন্দ হয়ে যাওয়া স্কুলের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।