SSC শিক্ষক নিয়োগ: শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। প্রথমে মেধাতালিকা ভুক্ত প্রার্থীদের কাউন্সিলিং করানো হয়। সেখানে বেশ বড় সংখ্যক চাকরি প্রার্থী অনুপস্থিত ছিলেন।
এরপর ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের কাউন্সেলিং হল। ওয়েটিং লিস্ট থেকেও বহু প্রার্থী অনুপস্থিত! শিক্ষক নিয়োগে চাকরিপ্রার্থীদের চাকরি প্রত্যাখ্যান ক্রমশ বেড়েই চলেছে।
হিসাব অনুযায়ী মোট ২৫৯৫ জন প্রার্থীর মধ্যে অনুপস্থিত ও প্রত্যখান প্রার্থীর সংখ্যা ৬২৪ জন। অর্থাৎ মোট ২৪.০৪ শতাংশ প্রার্থী দ্বিতীয় পর্বের কাউন্সেলিংয়ে অনুপস্থিত হয়েছেন। চাকরি প্রার্থীদের দাবি অবিলম্বে তৃতীয় দফার কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে হবে। জানুয়ারি মাসের মধ্যেই তৃতীয় কাউন্সেলিং নিশ্চিত করতে হবে। তাছাড়া, ডিভিশন বেঞ্চ নির্দেশে মোতাবেক ১৪ হাজার ৫২টি শূন্যপদে নিয়োগ করে চাকরি সুনিশ্চিত করতে হবে।
এর আগে মেধা তালিকা থেকে ২ হাজারের বেশি চাকরি প্রার্থীর অনুপস্থিত থাকায় অপেক্ষমান তালিকা থেকে কাউন্সিলিং করার সিদ্ধান্ত নেয় এসএসসি। প্রসঙ্গত উল্লেখ্য, ডিসেম্বরে তৃতীয় সপ্তাহে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের ডাকা শুরু করে এসএসসি।