Homeপশ্চিমবঙ্গSSC: স্কুল বাছাইয়ের পরেই বিপত্তিতে হবু শিক্ষক! পুজোর আগে ফের দুর্ভাবনাই সঙ্গী...

SSC: স্কুল বাছাইয়ের পরেই বিপত্তিতে হবু শিক্ষক! পুজোর আগে ফের দুর্ভাবনাই সঙ্গী হলো সুমনের, কারণ কি?

SSC শিক্ষক নিয়োগ: কলকাতা হাইকোর্টের নির্দেশের পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই দুই দফার কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করেছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসির কাউন্সেলিংয়ের দ্বিতীয় দিনেই ঘটল বিপত্তি। স্কুল বাছাইয়ের পর হবু শিক্ষক জানতে পারলেন, ওই স্কুলে ওই বিষয়ে শূন্যপদই নেই।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুমন দাস দীর্ঘ আট বছর অপেক্ষার পর শুক্রবার কাউন্সেলিংয়ে ইতিহাসের শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ পেয়েছিলেন আলিপুরদুয়ারের কালচিনির একটি হিন্দি-মাধ্যম স্কুলে। কিন্তু এরপরেই হয়েছে বিপত্তি।




এসএসসি অফিস থেকে বেরিয়েই সুমনের মাথায় হাত। কারণ, কালচিনির ওই স্কুলের প্রধান শিক্ষককে ফোন করতেই সুমনকে জানানো হয়, ইতিহাসের কোনও পোস্ট ফাঁকা নেই সেখানে! ফলে পুজোর আগে ফের দুর্ভাবনাই সঙ্গী হলো সুমনের। সেই সঙ্গে চাকরি পাওয়ার খুশি যেন কিছুটা কমেছে।

এরপর বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে কমিশনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে। কমিশনের তরফে সুমনকে জানানো হয়, নিয়োগের সুপারিশপত্র নিয়ে আগে কালচিনির ওই স্কুলে যেতে হবে। স্কুলে শূন্যপদ নেই, প্রধান শিক্ষক এই মর্মে রিপোর্ট দিলে তখন এসএসসি ভেবে দেখবে।




তবে এসএসসির এই ভুল নিয়ে প্রশ্ন উঠছে। দু- দিনে সবে ১৮৬ জন স্কুল বাছাই করেছেন। তাতেই এই অবস্থা, তা হলে ১৪ হাজার শূন্যপদ পূরণ করতে গিয়ে কী দাঁড়াবে? প্রশ্ন করছেন হবু শিক্ষকরা। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরেও এমপ্যানেল্ড ৮,৯৫৪ জন চাকরিপ্রার্থীরকাউন্সেলিংয়ে ৯০০ স্কুলের ঠিকানা ও ক্যাটিগরিতে (রস্টার) ভুল ছিল।

পড়ুন:  SSC: এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, আপডেট জেনেনিন




RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!