Homeপশ্চিমবঙ্গSSC: ৬৩৫২ জনের মধ্যে চাকরি নিলেন না ১৫৯৮ জন! 'ডিসেম্বরেই চেষ্টা করা...

SSC: ৬৩৫২ জনের মধ্যে চাকরি নিলেন না ১৫৯৮ জন! ‘ডিসেম্বরেই চেষ্টা করা হবে…’, যা জানালেন এসএসসি আধিকারিক

এসএসসির নোটিশ অনুযায়ী গত ১১ নভেম্বর থেকে বাংলা মাধ্যম স্কুলগুলির জন্য কাউন্সেলিং শুরু হয়েছে। তা চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। এই সময়ে মোট ৮০৯১ জনের কাউন্সেলিং হওয়ার কথা। শনিবার, অর্থাৎ ২৩ নভেম্বর পর্যন্ত....

SSC উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ: আদালতের নির্দেশের পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত করছে স্কুল সার্ভিস কমিশন। সম্প্রতি বাংলা মাধ্যম স্কুলগুলির জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, সেখানে অনুপস্থিতির হার।এবং সুপারিশপত্র প্রত্যাখ্যান করা প্রার্থীর সংখ্যা গত বছরের উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের তুলনায় অনেকটাই বেশি। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এই নিয়ে চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, এর আগে গত বছরও নভেম্বর মাসে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং হয়েছিল। তার সঙ্গে এ বারের তুলনা করলে দেখা যাচ্ছে, চলতি বছরে কাউন্সেলিংয়ের মাঝপথে যত জন প্রার্থী অনুপস্থিত, সেই সংখ্যা গত বারের সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছে।

এসএসসির নোটিশ অনুযায়ী গত ১১ নভেম্বর থেকে বাংলা মাধ্যম স্কুলগুলির জন্য কাউন্সেলিং শুরু হয়েছে। তা চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। এই সময়ে মোট ৮০৯১ জনের কাউন্সেলিং হওয়ার কথা। শনিবার, অর্থাৎ ২৩ নভেম্বর পর্যন্ত কাউন্সেলিং হয়েছে ৬৩৫২ জনের। তাঁদের মধ্যে এখনই অনুপস্থিত থাকা এবং সুপারিশপত্র প্রত্যাখ্যান করা, এই দু’টি মিলিয়ে প্রার্থীর সংখ্যা ১৫৯৮। অন্য দিকে, গত বছরের নভেম্বরে কাউন্সেলিং হয়েছিল ৮৯৪৫ জনের। তাঁদের মধ্যে অনুপস্থিত ছিলেন ১০২৫ জন।

শনিবার পর্যন্ত ইতিমধ্যে বাংলা, ইংরেজি এবং বায়ো সায়েন্সের কাউন্সেলিং শেষ হয়েছে। এখন পিয়োর সায়েন্স এবং ইতিহাসের কাউন্সেলিং চলছে। এখনও প্রায় দু’হাজারের কাছাকাছি প্রার্থীর কাউন্সেলিং বাকি। ধারণা করা হচ্ছে, পুরো কাউন্সেলিং-পর্ব মিটলে অনুপস্থিতির সংখ্যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে।

পড়ুন:  SSC: বিতর্কিত নাম থাকায় উচ্চ প্রাথমিকের ১৪০৫২ শিক্ষকের মেধা তালিকায় ফের জটিলতা

এই কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ওয়েটিং প্রার্থীদের নিয়ে কাউন্সেলিং প্রক্রিয়া পরিচালনা করবে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি-র এক কর্তা এই নিয়ে বলেন, “দ্বিতীয় কাউন্সেলিং শুরু করার আগে শূন্য পদের সংখ্যা ভাল ভাবে হিসাব করে দেখা জরুরি। ধরা যাক, তফসিলি জাতির তালিকায় নাম। থাকা কোনও মহিলা প্রার্থী সাধারণ মেধা তালিকায় (জেনারেল ক্যাটাগরি) স্থান পেলেন। তা হলে তিনি চারটি rank পাবেন। অর্থাৎ, ওই প্রার্থী কাউন্সেলিংয়ে না এলে চারটি শূন্য পদ তৈরি হবে। তিনি উপস্থিত হলে থাকবে তিনটি শূন্য পদ। একই রকম হিসাব আছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রেও। তাই সব খুঁটিনাটি হিসাব করেই শূন্য পদের সংখ্যা দেখে দ্বিতীয় কাউন্সেলিং শুরু হবে। ডিসেম্বরে তা শুরু করার চেষ্টা করা হবে।”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!