Homeপশ্চিমবঙ্গপড়ুয়ার অনুপাতে শিক্ষক নিয়ে স্কুলে স্কুলে রিপোর্ট তলব শিক্ষাদপ্তরের, তবে কি নতুন...

পড়ুয়ার অনুপাতে শিক্ষক নিয়ে স্কুলে স্কুলে রিপোর্ট তলব শিক্ষাদপ্তরের, তবে কি নতুন শিক্ষক নিয়োগ?

শিক্ষকের সংখ্যা নিয়ে রিপোর্ট তলব স্কুল শিক্ষা দপ্তরের।

নিউজ ডেস্ক: পড়ুয়ার অনুপাতে কতজন শিক্ষক রয়েছেন? স্কুলে স্কুলে রিপোর্ট তলব করছে স্কুল শিক্ষা দপ্তর। প্রতিটি স্কুলের কোথায় কী পরিস্থিতি, তা জেনে নিতে চাইছে শিক্ষাদপ্তর। একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে বিষয়ভিত্তিক (কলা এবং বিজ্ঞান) পড়ুয়ার সংখ্যাও জানাতে বলেছে শিক্ষাদপ্তর। শিক্ষাকর্মীর সংখ্যাও জানতে চাওয়া হয়েছে। 

আসলে রাজ্যে বেশ কিছু সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা তুলনামূলক ভাবে কমে গিয়েছে। অনেক ক্ষেত্রে আবার স্কুলে পড়ুয়া সংখ্যা অনেক কম থাকলেও আনুপাতিক হারে শিক্ষকের সংখ্যা বেশি। আবার কোথাও পড়ুয়া বেশি থাকলেও শিক্ষক, শিক্ষাকর্মীর সংখ্যা তুলনায় কিছুটা কম। এই অবস্থায় প্রতিটি স্কুলের কোথায় কী পরিস্থিতি, তা জানতে চাওয়া হয়েছে।

শুধু তাই নয়, কোন স্কুলে কত শিক্ষক-শিক্ষাকর্মীর অনুমোদিত পদ রয়েছে, বর্তমানে কতজন সেই স্কুলে রয়েছেন, কতগুলিই বা শূন্যপদ রয়েছে-তা-ও জানতে চেয়েছে বিকাশ ভবন। কবে থেকে ওই পদগুলি ফাঁকা রয়েছে, সেটিও স্কুলগুলিতে জানাতে বলা হয়েছে।

দীর্ঘদিন রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়নি। তবে কি এবার শিক্ষক নিয়োগ হবে? শিক্ষাদপ্তরের তথ্য সংগ্রহ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ছাত্র ও শিক্ষক অনুপাত সহ বিষয় শিক্ষকের তথ্য সংগ্রহ সংক্রান্ত স্কুল শিক্ষা দপ্তরের পদক্ষেপ বিষয়ে “অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” (APGTWA) এর পক্ষ থেকে বলা হয়েছে, “অনলাইন পোার্টাল- BSP, iOSMS তে সব তথ্য আপলোড থাকলেও এই ধরনের উদ্যোগ মাঝেমধ্যে বিকাশ ভবন থেকে নেওয়ার কোন অর্থ নেই, নিয়োগ না করে এই সব পদক্ষেপের কোন যুক্তি নেই। অনলাইনে বিষয়ভিত্তিক শূন্যপদ ও ছাত্র ছাত্রী সংখ্যা সবসময় আপডেট থাকে, অথচ প্রতিবছর তথ্য চাওয়া হলেও নিয়োগ করছে না রাজ্য সরকার। উচ্চ মাধ্যমিক স্তরে বিষয় শিক্ষক না থাকায় নতুন সেমিস্টার ও সিলেবাসে সমস্যায় ছাত্র ও স্কুল।”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments