SSC: সুপ্রিম নির্দেশ মানা হয়নি! এসএসসির নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা, কবে হবে শুনানি?

1519
এসএসসি কলকাতা হাইকোর্ট

নিউজ ডেস্ক: নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম নির্দেশ মানা হয়নি! এসএসসির নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হল। আগামী ৫ জুন পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।

নতুন এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে মামলাকারী লুবানা পারভিনের দাবি, ৪৪ হাজার নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তার অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর, সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেই দাবি তাঁর।

আদালতে মামলাকারীর আইনজীবী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২০১৬ সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে এবং ২০১৬ সালের ক্যান্ডিডেটদের মধ্যে থেকেই তা করার নির্দেশ রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে সেই নির্দেশ মানা হয়নি। বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে হয়নি বলে দাবি মামলাকারীর।

পড়ুন:  SSC: শিক্ষক পদে যোগদান করতে গিয়ে হয়রানির অভিযোগ, সমস্যা সমাধানে নয়া বিজ্ঞপ্তি দিল এসএসসি

মামলাকারীর আইনজীবী আদালতে জানান, কোনও প্রার্থী যদি একাধিক পরীক্ষায় বসে থাকে, তা হলে প্রতি সিলেকশনে বয়সের ছাড় পাবেন। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে একবার মাত্র সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। অন্য দিকে অভিজ্ঞতার ক্ষেত্রে ১০ নম্বর করে দেওয়া হয়েছে। সেই বিষয়কেও চ্যালেঞ্জ করা হয়েছে।

পড়ুন:  BIG NEWS: আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের কাউন্সিলিং সংক্রান্ত নোটিশ দিল SSC, এক ক্লিকেই বিস্তারিত জেনেনিন

এর আগে নিয়োগ দুর্নীতির কারণে ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। তবে চাকরি বাতিলের পাশাপাশিই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল নতুন করে পরীক্ষা নিতে হবে। বেঁধে দিয়েছিল সময়সীমা। তা মেনেই গত শুক্রবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই বিজ্ঞপ্তিই এবার আইনি জটে। 

পড়ুন:  ২০১৭ সালের টেটে ২৩টি প্রশ্ন ভুল, ২০২২ সালের টেটের ২৪টি প্রশ্ন ভুল! আপত্তি উড়িয়ে এই নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রসঙ্গত, এসএসসির আগের বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় ছিল ৫৫ নম্বর। শিক্ষাগত যোগ্যতার উপরে ছিল ৩৫ নম্বর। ইন্টারভিউয়ে ক্ষেত্রে নম্বর ছিল ১০। নতুন বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় নম্বর বাড়িয়ে করা হয়েছে ৬০। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ ১০ নম্বর। এখানে ২৫ নম্বর কমিয়ে দেওয়া হয়েছে। বদলে যোগ করা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতা এবং ‘লেকচার ডেমোস্ট্রেশন’-এ। শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ ১০ নম্বর। এবার এই বিজ্ঞপ্তি নিয়েই মামলা দায়ের করা হল।