HomeWest BengalSSC: 'নথি হারিয়ে ফেলার শাস্তি...', এসএসসি টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে যা জানালেন...

SSC: ‘নথি হারিয়ে ফেলার শাস্তি…’, এসএসসি টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে যা জানালেন এসএসসি আধিকারিক

এসএসসি টেট সার্টিফিকেট: এসএসসি টেট ২০১১-এর ডুপ্লিকেট সার্টিফিকেট দিতে শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। এই মর্মে নোটিশ দিয়েছে এসএসসি। সেখানেই বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সার্টিফিকেট দেওয়া হবে বলে এসএসসি জানিয়েছে।

এসএসসি টেট সার্টিফিকেট: এসএসসি টেট ২০১১-এর ডুপ্লিকেট সার্টিফিকেট দিতে শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। এই মর্মে নোটিশ দিয়েছে এসএসসি। সেখানেই বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সার্টিফিকেট দেওয়া হবে বলে এসএসসি জানিয়েছে।

স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, নয়া শংসাপত্র পেতে প্রার্থীদের টেট-এর আসল অ্যাডমিট কার্ড (সেটাও হারিয়ে গিয়ে থাকলে আসল জেনারেল ডায়েরির কপি), সচিত্র পরিচয়পত্র এবং রিসিট কপি নিয়ে কমিশনে যেতে হবে। এর সঙ্গে ফি হিসেবে দিতে হবে ১০০০ টাকা।

নোটিশ দিয়ে ২৫৯ জন আবেদনকারীর নাম ঘোষণা করেছে কমিশন। যাঁদের যে দিন উল্লেখ করা হয়েছে, সেই প্রার্থীদের সেই নির্দিষ্ট দিনেই উপস্থিত হয়ে শংসাপত্র সংগ্রহ করতে হবে।

তবে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে গেলে ১০০০ টাকা নেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। বিভিন্ন শিক্ষক সংগঠন ১০০০ টাকা ফিয়ের বিরোধিতা করছে। তাদের মত, ডুপ্লিকেট শংসাপত্র পাওয়ার জন্য এই ফিয়ের পরিমাণ অনেকটাই বেশি।

যদিও স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য, আসল শংসাপত্র ফি ছাড়াই দেওয়া হয়। ডুপ্লিকেট শংসাপত্র তৈরিতে লোকবল নিযুক্ত করতে হয়। তা ছাপানোর খরচও রয়েছে। সে কারণেই এই টাকা নেওয়া হচ্ছে। এক আধিকারিক বলেন, টেট শংসাপত্রের মতো একটা গুরুত্বপূর্ণ নথি হারিয়ে ফেলার শাস্তি হিসেবে পেনাল্টি বাবদও কিছু অর্থ থাকা উচিত। সে কারণেই ফি বেশি রাখা হয়েছে।

পড়ুন:  WBSSC: এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে এই খবর সামনে এল, জেনেনিন আপডেট

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “ডুপ্লিকেট টেট সার্টিফিকেটের জন্য এক হাজার টাকা ফি করা হয়েছে। এই অস্বাভাবিক ফি বৃদ্ধির আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments