বড় খবর: ২০১৬-র নিয়োগে কারা কারা ‘অযোগ্য’ নন? SSC বিস্তারিত তালিকা পাঠাল স্কুল শিক্ষা দফতরকে

4405
এসএসসি SSC শিক্ষক

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে সদ্যই চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার জনের। এরই মধ্যে বড় খবর সামনে এল। ২০১৬-র নিয়োগে কারা কারা ‘অযোগ্য’ নন? স্কুল শিক্ষা দফতরকে বিস্তারিত তালিকা পাঠাল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ২০১৬ সালের নিয়োগ মামলায় অযোগ্য প্রার্থীদের তালিকা পাঠানোর পর এবার অযোগ্য তালিকার বাইরে থাকা প্রার্থীদের বিশদ তালিকা স্কুল শিক্ষা দফতরকে পাঠিয়েছে এসএসসি।

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, আজই ই-মেলের মাধ্যমে এই তালিকা পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, কারা কারা অযোগ্য নন বা যাঁদের নাম অযোগ্য তালিকায় নেই, সেই নিয়ে নতুন করে একটি আলাদা তালিকা তৈরি করেছে এসএসসি। তালিকায় সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীর নাম, স্কুলের নাম-সহ বিস্তারিত তথ্য রয়েছে। তালিকায় এমন ‘যোগ্য’ চাকরিহারার সংখ্যা প্রায় ১৯ হাজার বলে শিক্ষা দফতর সূত্রে খবর।

কিন্তু নতুন তালিকা কেন? ওই সূত্রের খবর, ‘অযোগ্য’দের নামের তালিকা আগে থেকেই এসএসসির কাছে ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যাঁরা ‘অযোগ্য’ বলে চিহ্নিত হননি, তাঁদের নামও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকা হাতে পেয়ে বিস্তারিত খতিয়ে দেখবে স্কুল শিক্ষা দফতর। 

পড়ুন:  SSC: ভাইপো দোকান খুলবে, এবারে প্রশ্ন বিক্রি হবে! যোগ্যদের নিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী

সেই তালিকায় নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’—এই চারটি বিভাগেই অযোগ্য তালিকার বাইরে থাকা প্রার্থীদের নাম, স্কুলের নাম-সহ যাবতীয় তথ্য রয়েছে। স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে, এই তালিকা হাতে পাওয়ার পর দফতর নিজেদের মতো করে আরও যাচাই-বাছাই করবে এবং প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। 

পড়ুন:  SSC: দারুন খবর চাকরি প্রার্থীদের জন্য, এসএসসির গ্রুপ 'বি' এবং গ্রুপ 'সি' শূন্যপদ বেড়ে হল 18,174টি

এতদিন পর্যন্ত শুধুমাত্র অযোগ্যদের তালিকাই এসএসসির হাতে ছিল। এসএসসি সূত্রে আরও জানা যাচ্ছে, শুধুমাত্র অযোগ্যদের তালিকা তৈরি করে থেমে থাকেনি তারা। বরং, যারা সেই তালিকায় নেই অথচ নিয়োগ পেয়েছেন, তাদের নিয়েও পৃথকভাবে তথ্য সংগ্রহ করে নতুন তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। 

পড়ুন:  BIG NEWS: শিক্ষক-শিক্ষিকাদের জন্য মিউচ্যুয়াল ট্রান্সফার চালু, জেনারেল ট্রান্সফারে কি হবে?

প্রসঙ্গত উল্লেখ্য, যোগ্য-অযোগ্যদের তালিকা আমাদের কাছে রয়েছে বলে চাকরিহারাদের সঙ্গে বৈঠক শেষে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বললেন, “সিবিআই-এর দেওয়া তথ্য অনুযায়ী যোগ্য-অযোগ্যদের তালিকা আমাদের কাছে রয়েছে। ওঁদের (চাকরিহারাদের) দাবি ছিল তা প্রকাশ করার। যদি আইনত সমস্যা না থাকে তা আমরা প্রকাশ করে দেব। সপ্তাহ দেড়-দুয়েক সময় তাতে লাগতে পারে।”