‘যোগ্য-অযোগ্য বাছাই করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে’, বড় মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী

স্কুল সার্ভিস কমিশনের যোগ্য ও অযোগ্য বিতর্কে বড় মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

2985

নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যের বিতর্কের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের (SSC) ভূমিকা আরও কার্যকর করার আহ্বান জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের মধ্যে সঠিকভাবে বাছাই করার দায়িত্ব এসএসসির ওপর বর্তায়।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, “শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপোষণ বরদাস্ত করা হবে না। যোগ্য প্রার্থীদের তাদের অধিকার দিতে হবে। এটা নিশ্চিত করা এসএসসির দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছিলেন ৫৮৮০ জন অযোগ্য, এর জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন। ২৬ হাজার থেকে ৫৮৮০ জন বাদ দিলে বাকিরা যোগ্য। তাহলে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটা বাছাই করতে হবে এসএসসিকে। আমরা যোগ্যদের পক্ষে এবং অযোগ্যদের বিপক্ষে।”

সম্প্রতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অভিযোগ উঠে আসার পর, বিষয়টি নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া বারবার থমকে গেছে। এই অবস্থায়, শুভেন্দু অধিকারী দাবি করেন যে এসএসসি-কে যোগ্য ও অযোগ্য বাছাই করতে হবে। 

পড়ুন:  Big News: SSC ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় রিজার্ভ রাখল সুপ্রিম কোর্ট, কি হল এদিন? জেনেনিন

বিরোধী দলনেতার এই বক্তব্য নতুন করে এসএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এসএসসি কি যথাযথভাবে কাজ করছে? নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে তারা কী ধরনের ব্যবস্থা নেবে—এগুলো এখন সময়ের বড় প্রশ্ন।

রাজ্য সরকার এবং এসএসসির প্রতিক্রিয়ার দিকে এখন নজর রয়েছে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য যোগ্য ও অযোগ্য বিতর্কে কি নতুন মাত্রা যোগ করবে, তা দেখার অপেক্ষায় রয়েছেন সকলেই।