নিউজ ডেস্ক: ২০২৩ সালের টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট)-এর ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, চলমান আইনি জটিলতা সমাধান না হওয়া পর্যন্ত টেটের ফল প্রকাশ করা সম্ভব নয়।
শুক্রবার এক বিবৃতিতে গৌতম পাল বলেন, “টেট পরীক্ষার ফলাফল প্রকাশের প্রক্রিয়ায় আইনি জটিলতা বাধা সৃষ্টি করছে। আদালতে মামলাগুলির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পর্ষদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারবে না। ২০১৭ এবং ২০২২-এর টেটের আইনি জটিলতা না মেটা পর্যন্ত ২০২৩ সালের পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা নেই।”
চলতি টেট পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা ইতিমধ্যেই দীর্ঘ প্রতীক্ষার মধ্যে রয়েছেন। তবে এই পরিস্থিতিতে প্রার্থীদের আরও অপেক্ষা করতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পর্ষদ সভাপতি।
প্রসঙ্গত, টেট পরীক্ষার বিভিন্ন ধাপে অনিয়মের অভিযোগ এনে একাধিক মামলা দায়ের হয়েছে। এই মামলাগুলি বিচারাধীন থাকায় পর্ষদের পক্ষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা আইনসম্মত নয়।
এই পরিস্থিতিতে টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যেও হতাশা বাড়ছে। কবে এই জটিলতা কাটবে এবং ফলাফল প্রকাশিত হবে, তা নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের ওপর।
প্রসঙ্গত উল্লেখ্য , ২০২৩ সালের ২৪ ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা হয়। পরীক্ষা দেন ২ লক্ষ ৭২ হাজার জন। পরীক্ষার পর কেটে গেল এক বছর। অথচ আজও প্রকাশিত হল না পরীক্ষার ফল।