Homeপশ্চিমবঙ্গSSC: এসএসসি-র ২৬ হাজার চাকরি কি বাতিল হবে? রাত পোহালেই সুপ্রিম কোর্টে...

SSC: এসএসসি-র ২৬ হাজার চাকরি কি বাতিল হবে? রাত পোহালেই সুপ্রিম কোর্টে রায়দানের দিকে তাকিয়ে গোটা দেশ

SSC মামলা, সুপ্রিম কোর্ট: এবার শিক্ষক নিয়োগ মামলায় এবার বিরাট খবর সামনে এল। আগামীকাল বহু প্রতীক্ষিত ২০১৬ WBSSC SLST মামলার রায় হতে চলেছে। আজ এই মামলা লিস্টেড হয়েছে। আগামীকাল এই মামলার রায় দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। SSC-র ২৬ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি সম্পন্ন হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে।

পড়ুন:  WBSSC: আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি, চাকরি থাকবে কি ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মচারীর?

রাত পোহালেই এসএসসি নিয়োগের ২৬ হাজার চাকরি বাতিলের মামলার রায় ঘোষণা করবে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে গত ১০ ফেব্রুয়ারি শুনানি শেষ হয়েছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। রায়দান স্থগিত ছিল। আগামিকাল সেই মামলার রায় ঘোষণা হবে বলে খবর। সকাল সাড়ে দশটায় রায় ঘোষণা হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে।

১০ ফেব্রুয়ারি, ২০২৫-এ রাজ্যের ২৬ হাজার চাকরি বাতিল মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ওইদিন মামলার শুনানি পর্ব শেষ করার আগে এ কথা জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এ অবস্থায় আদালত কী করতে পারে, তা নিয়েও প্রশ্ন রেখেছিলেন প্রধান বিচারপতিরা।

এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খন্নার এজলাসে এ কথা জানান সিবিআইয়ের আইনজীবী। ২৬ হাজার চাকরি বাতিল মামলায় হাই কোর্টের রায়কেই সমর্থন করছে তদন্তকারী সংস্থা। সোমবার এই মামলায় প্রধান বিচারপতি সিবিআইয়ের বক্তব্য জানতে চান। তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন, “নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে। হাই কোর্টের রায় যথার্থ। ওই রায়ই বহাল রাখা হোক।” এখন দেখার কি রায় দেয় সর্বোচ্চ আদালত। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments