HomeKolkata‘চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা’ SSC কাণ্ডে পার্থ, সুবীরেশদের নিয়ে আদালতে...

‘চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা’ SSC কাণ্ডে পার্থ, সুবীরেশদের নিয়ে আদালতে বিস্ফোরক CBI

২০ থেকে ২৫ জন সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা চলছে। আদালতে সিবিআই আরও জানিয়েছে, দুর্নীতির ক্ষেত্রে ধৃত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যদের মূল মন্ত্র ছিল ‘চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা’। SSC নিয়ে

নিউজ ডেস্ক: রাজ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এল। নিয়োগ দুর্নীতি মামলার সাক্ষীদের উপর প্রভাব খাটানোর চেষ্টা চলছে বলে কলকাতা হাই কোর্টে বৃহস্পতিবার জানাল কেন্দ্রীয় গেয়ান্দা সংস্থা সিবিআই। তাদের দাবি, ২০ থেকে ২৫ জন সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা চলছে। আদালতে সিবিআই আরও জানিয়েছে, দুর্নীতির ক্ষেত্রে ধৃত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যদের মূল মন্ত্র ছিল ‘চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা’।

স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে গ্রেফতার করা হয় সুবীরেশ, শান্তিপ্রসাদ সিংহের মতো শিক্ষাকর্তাদের। জামিন চেয়ে তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে সিবিআই জানায়, সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা চলছে। ২০ থেকে ২৫ জন সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে।

যদিও এই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ, এই মামলায় যাঁরা অভিযুক্ত, তাঁরা জামিন পেলে পুনরায় স্বপদে বহাল হবেন এমন কোনও নিশ্চয়তা নেই। তাঁরা কী ভাবে প্রভাব খাটাবেন? এই যুক্তি কি আদৌ যুক্তিসঙ্গত? আগামী শুক্রবার এই মামলার বিস্তারিত শুনবেন বিচারপতি।

কেন্দ্রীয় সংস্থার আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, ‘‘দিনের পর দিন ওই নীতি অনুসরণ করে অভিযুক্তেরা দুর্নীতি করেছেন। অপব্যবহার করেছেন ক্ষমতার। নিজেদের রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে দুর্নীতি করেছেন তাঁরা।’’

যদিও এই নিয়ে পার্থদের আইনজীবী পাল্টা সওয়ালে বলেন, ‘‘গত দু’বছরের বেশি সময় ধরে অভিযুক্তেরা জেলে রয়েছেন। বিচার না করে আর কত দিন তাঁদের আটকে রাখা হবে? ২০১৪ সাল থেকে সারদা মামলার তদন্ত চলছে। সিবিআইয়ের সেই তদন্ত শেষ হচ্ছে না। এই মামলার পরিণতিও সারদা মামলার মতো হবে না তো?’’

পড়ুন:  SSC: শিক্ষক পদে চাকরি নিলেন না বহু, নিয়োগের চিঠি নিয়ে যা জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!