ছুটির তালিকা প্রকাশ: এরাজ্যের সরকারি স্কুলগুলোতে ২০২৫ শিক্ষাবর্ষে কতদিন ছুটি থাকবে তার তালিকা প্রকাশ করে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে বিস্তারিত জানানো হয়েছে, এবছর মোট কতদিন ছুটি পাবেন পড়ুয়ারা।
পর্ষদের তরফে জানানো হয়েছে, এবার গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হবে ১১ দিন। ১২ মে থেকে এই ছুটি শুরু হবে। আবার দুর্গাপুজোর জন্য ছুটি দেওয়া হবে ২৫ দিন। চতুর্থী থেকে ভাইফোঁটার পরের দিন পর্যন্ত। ২৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই ছুটি থাকবে। এছাড়াও ইংরেজি নতুন বছর, রবীন্দ্রজয়ন্তী, রথযাত্রা, রঘুনাথ মুর্মুর জন্মদিন, বকরি ইদ, মহরম, স্বাধীনতা দিবস, রাখি উৎসব, জন্মাষ্টমী, ফতেয়া-দোয়াজ-দাহাম, গান্ধি জয়ন্তী, মহালয়া, বিরসা মুন্ডার জন্মদিন, ছটপুজো, গুরু নানকের জন্মদিন, বড়দিন উপলক্ষ্যে একদিন করে ছুটি পাবে পড়ুয়ারা।
তবে পর্ষদের তরফে জানানো হয়েছে, নমুনা হিসেবে এই তালিকা প্রকাশ হয়েছে। বছরে ৬৫ দিন ছুটি দেওয়া হবে। স্থান-কাল, উৎসবের বিভিন্নতা, ভৌগলিক অবস্থান দেখে ছুটির দিন পরিবর্তিত হতে পারে। বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি মোতাবেক সেই ছুটি মঞ্জুর করা হবে। তবে বছরে কোনওভাবেই ৬৫ দিনের বেশি ছুটি হবে না। আবার রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ীও ছুটির দিন পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে পর্ষদ।
এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ২০২৫ শিক্ষাবর্ষে ছুটির তালিকা প্রকাশিত হলো। ছুটির দিন অথচ বিদ্যালয়ে উপস্থিত থেকে পালন করার কথা বলা হয়েছে। ওই দিনগুলি ছুটি হিসেবে না ধরে কার্যকরী দিন হিসেবে ঘোষণা করে মর্যাদার সাথে পালন করার দাবি আমরা জানিয়েছিলাম। কিন্তু তা রক্ষিত হলো না। এছাড়া বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ছুটির দিন সংখ্যা আগের মতো ৮৫ টি ফিরিয়ে আনা হলে বিদ্যালয় গুলি আঞ্চলিক পরিস্থিতি অনুযায়ী গ্রীষ্মের সময় ছুটি দিতে পারতো। সারা বছর পাঠ পরিকল্পনা এতে বিঘ্ন হত না। কিন্তু দেখা যায় অপরিকল্পিতভাবে রাজ্য সরকার দীর্ঘসময় ছুটি ঘোষণা করে বিদ্যালয়ে গুলিকে বন্ধ করে দেয়। এতে পঠন-পাঠন দারুন ভাবে বিঘ্ন ঘটে। আমরা বাস্তবসম্মত এই দাবি মেনে নেওয়ার আবেদন রাখছি।’
এই নিয়ে শিক্ষক সংগঠন “অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর সম্পাদক চন্দন গরাই বলেন, ২০২৫ এর ছুটির লিস্টে সংগঠন এর দাবীগুলির সরস্বতী পূজার ছুটির দিন ও পরের দিন ছুটি কার্যকর করলো মধ্যশিক্ষা পর্ষদ, পালনীয় দিবসগুলিতে উপস্থিত থাকতে বলে পালন করার নির্দেশে স্কুল কাউকে বাধ্য করতে পারবে না।