নিউজ ডেস্ক: এবার এক অত্যন্ত দুঃখজনক খবর সামনে এল। ৬ বছর মেলেনি বেতন, শিক্ষিকার আত্মহত্যা সিপিএম শাসিত কেরলে। প্রশ্ন উঠেছে, একটি সরকার পোষিত স্কুলে শিক্ষক-শিক্ষিকারা নিয়মিত বেতন পাচ্ছেন কিনা, তা দেখার দায়িত্ব কার? সে রাজ্যের সরকারের নয় কি?
৬ বছর বেতন না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হলেন শিক্ষিকা। অত্যন্ত হৃদয়বিদায়ক এই ঘটনার সাক্ষী হল কোঝিকোড়ের কোন্ডেনচেরির একটি স্কুলে। সরকারপোষিত স্কুলটির পরিচালনার দায়িত্বে ক্যাথলিক ডায়সিস অফ থামারাসসেরি। বুধবার দুপুরে ২৯ বছর বয়সের শিক্ষিকা অ্যালেনা বেন্নির দেহ উদ্ধার করা হয় তাঁর নিজের বাড়ি থেকেই। প্রশ্ন উঠেছে, একটি সরকার পোষিত স্কুলে শিক্ষক-শিক্ষিকারা নিয়মিত বেতন পাচ্ছেন কিনা, তা দেখার দায়িত্ব কার? সে রাজ্যের সরকারের নয় কি? তা হলে তারা নজরদারি চালায়নি কেন? এটা কি সরকারি গাফিলতি নয়?
এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে রাজ্যজুড়ে। অভিযোগের আঙুল উঠেছে সিপিএম সরকারের শিক্ষা দফতরের গাফিলতি এবং অপদার্থতার দিকে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, একই সংস্থার অন্য একটি স্কুলে ৫ বছর কাজ করেছেন ওই শিক্ষিকা। গত বছরের জুনে অ্যালেনা চলে আসেন সেন্ট জোসেফ লোয়ার প্রাইমারি স্কুলে। কিন্তু আশ্চর্যের বিষয়, দুটি স্কুলেই নিয়মিত ক্লাস নিলেও টানা ৬ বছর কোনও বেতনই দেওয়া হয়নি তাঁকে। বারবার স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও লাভ হয়নি। বেতন না দেওয়ার কোনও যথাযথ কারণও দেখানো হয়নি। আস্তে আস্তে ভেঙে পড়েন ওই শিক্ষিকা, শেষপর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন।