Homeউত্তরবঙ্গকোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ, মাসে মাসে দেওয়া হবে 32,000 টাকা

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ, মাসে মাসে দেওয়া হবে 32,000 টাকা

Research Assistant Position: মেধাবীদের জন্য সুখবর। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহকারী পদে নিয়োগ দেবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

সহকারী অধ্যাপক নিয়োগ

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (ASHTAADASHI Project) জন্য ওয়াক-ইন-ইন্টারভিউ। বিস্তারিত এখানে-

পদের শিরোনাম: “Reprinting of Rare Books Project: Editing and Reprinting of the ‘Prayogaratnamālā Vyākaraṇam’ in Devnagari Script.”

পদ: প্রকল্প সহকারী।
সময়কাল: এক বছর (নিয়মিত ভিত্তিতে)
পদ সংখ্যা: 01 (এক)
প্রয়োজনীয় যোগ্যতা: সংস্কৃতে NET।
কাম্য জ্ঞান
• সংস্কৃত পাণিনীয় ব্যাকরণে দক্ষতা।
• দেবনাগরী টাইপিংয়ে দক্ষতা।
বেতন/উপবৃত্তি: প্রতি মাসে 32,000/- (একত্রিত)
অর্থায়ন সংস্থা: Ashtaadashi (কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, নতুন দিল্লি)
সাক্ষাৎকারের তারিখ ও সময়: ৩০শে অক্টোবর, ২০২৪।
সাক্ষাত্কারের মোড: গুগল মিটের মাধ্যমে অনলাইন।

পড়ুন:  শোক সংবাদ: মাত্র ৩৯ বছর বয়সে অসময়ে চলে গেলেন স্কুল শিক্ষিকা, শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়

প্রধান তদন্তকারী: ডঃ অভিজিৎ মন্ডল, সহকারী অধ্যাপক, সংস্কৃত বিভাগ, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, পঞ্চানন নগর, বিবেকানন্দ স্ট্রীট, কোচবিহার – 736101।

সহ-প্রধান তদন্তকারী: ড. রাকেশ দাশ, সহকারী অধ্যাপক, সংস্কৃত অধ্যয়ন বিভাগ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।

N.B.: কোনো TA/DA সাক্ষাত্কারে অংশগ্রহণের জন্য গ্রহণযোগ্য নয়।

পড়ুন:  আর নয় ফাঁকিবাজি! শিক্ষকদের হাজিরায় কড়াকড়ি করতে আসছে বিশেষ অ্যাপ, থাকবে জিপিএস

আগ্রহী প্রার্থীদের গুগল ফর্ম পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। লিঙ্কটি হল: https://forms.gle/jXbc4AQ75fexMWty8

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!