পাওয়া গেছে অযোগ্য প্রার্থীদের নাম! শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর দাবি

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের চাঞ্চল্যকর তথ্য সামনে এল। প্রাথমিকে ‘অযোগ্য’ প্রার্থীর তালিকা আমলাকে পাঠান তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়!

1375
পার্থ চট্টোপাধ্যায়

নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের চাঞ্চল্যকর তথ্য সামনে এল। প্রাথমিকে ‘অযোগ্য’ প্রার্থীর তালিকা আমলাকে পাঠান তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়! এমনই দাবি করছে সিবিআই সূত্র। মঙ্গলবার প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থকে জেরা করেন তদন্তকারীরা।

জানা গেছে, বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া ‘গুরুত্বপূর্ণ’ নথি যাচাই করে সিবিআইয়ের হাতে এসেছে কিছু তথ্য। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে টেট দুর্নীতির প্রত্যক্ষ যোগ রয়েছে, তার প্রমাণ মিলেছে ওই নথি থেকে। এমনই তথ্য সামনে এসেছে।

বিকাশ ভবন থেকে বাজেয়াপ্ত নথি ঘেঁটে জানা গিয়েছে পার্থ ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন এক আমলাকে। সেই তালিকা থেকে অনেকের চাকরিও হয়। এ ছাড়াও, সিবিআইয়ের বাজেয়াপ্ত নথিতে প্রভাবশালী কয়েক জনের নাম পাওয়া গিয়েছে।

পড়ুন:  ষষ্ঠ বেতন কমিশন নিয়ে এবার ফ্যাসাদে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ সরকার! দেওয়া হল চরম হুঁশিয়ারি

সিবিআই সূত্রে জানা গিয়েছিল, প্রাথমিকে নিয়োগের পরীক্ষা টেট সংক্রান্ত জরুরি তথ্য ছাড়াও সেই নথিতে ছিল পরীক্ষার্থী এবং চাকরিপ্রাপ্তদের নামের তালিকা। শিক্ষা দফতরের বিভিন্ন কাগজপত্র রাখার জন্য ব্যবহৃত ওই গুদামটি ২০২২ সালের ২৩ ডিসেম্বর সিল করে দিয়েছিল সিবিআই। সেই গুদামে তল্লাশি চালিয়ে বহু নথি উদ্ধার করেছিলেন সিবিআই আধিকারিকেরা। 

পড়ুন:  এবার কি তবে পর্দাফাস! শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ১৩২ জনের তালিকা তৈরি করল CBI! কাদের নাম রয়েছে?