এবার কি তবে পর্দাফাস! শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ১৩২ জনের তালিকা তৈরি করল CBI! কাদের নাম রয়েছে?

2585
সিবিআই ইডি

নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এল। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) দুর্নীতির রহস্যভেদ করতে তৎপর সিবিআই। এবার একটি লম্বা তালিকা তৈরি করা হল। সুপারিশের মাধ্যমে কারা কারা চাকরি পেয়েছিলেন, তাঁদের জন্য কারা সুপারিশ করেছিল? এবার এমনই নানান তথ্য জানতে ১৩২ জনের তালিকা বানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

পড়ুন:  শিক্ষক নিয়োগ দুর্নীতির চার্জশিটে অভিষেকের নাম! সিবিআইকে নিয়ে বিরাট প্রশ্ন তুলে দিলেন আইনজীবী

জানা গেছে, দুর্নীতি মামলায় এদের প্রত্যেককে এক এক করে তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তালিকায় নাম থাকা প্রত্যেকের বয়ান রেকর্ড করতে চান গোয়েন্দারা। এছাড়া ১৩২ জনের মধ্যে আদতে কতজন চাকরি পেয়েছিলেন সেটাও দেখার বিষয়। তালিকাভুক্ত ব্যক্তিদের জেরা করে এই বিষয়েও তথ্য উঠে আসতে পারে বলে আশাবাদী সিবিআই আধিকারিকরা।

বিকাশ ভবনে তল্লাশি অভিযান করে বহু গুরুত্বপুর্ণ নথি পেয়েছিল সিবিআই। এখন গোয়েন্দারা জানতে চান, মূলত কোন প্রার্থীরা সুপারিশের মাধ্যমে চাকরি পেয়েছিলেন, তাঁদের কারা সুপারিশ করেছিল, প্রার্থীরা অ্যাডমিট কীভাবে পেয়েছিলেন, কীভাবে যোগাযোগ হয়েছিল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তালিকায় নাম থাকা ১৩২ জনকে জেরা করেই এসব তথ্য জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

পড়ুন:  BIG NEWS: শিক্ষিকার করা মামলায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতিকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের, ঘটনায় তুমুল শোরগোল

প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের একাধিক হেভিওয়েট। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। এবার গোয়েন্দাদের নজরে রয়েছেন চাকরির সুপারিশকারীরা।