Homeপশ্চিমবঙ্গঅবাক কান্ড: ২০২৫ এ পশ্চিমবঙ্গে গরম পড়বে ধাপে ধাপে! প্রাথমিক, হাইস্কুল, মাদ্রাসায়...

অবাক কান্ড: ২০২৫ এ পশ্চিমবঙ্গে গরম পড়বে ধাপে ধাপে! প্রাথমিক, হাইস্কুল, মাদ্রাসায় ছুটির তালিকা দেখে প্রশ্ন

বুধবার মধ্যশিক্ষা পর্ষদও ছুটির তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, এ বার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে গরমের ছুটি থাকছে ১১ দিন (গত বছর ছিল ১০ দিন)।

ছুটির তালিকা: ২০২৫ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এই তালিকা দেখে কিছুটা অসন্তোষ তৈরি হয়েছে। গ্রীষ্মপ্রধান এই রাজ্যে গরমের ছুটি দেওয়া হয়েছে মাত্র ১০ দিন! মঙ্গলবার প্রকাশিত প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকায় দেখা গিয়েছিল, গরমের ছুটি বাড়েনি। গরমে ছুটি দেওয়া হয়েছে ন’দিন। পুজোয় ছুটি ২৫ দিন। 

বুধবার মধ্যশিক্ষা পর্ষদও ছুটির তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, এ বার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে গরমের ছুটি থাকছে ১১ দিন (গত বছর ছিল ১০ দিন)। পুজোর ছুটি দেওয়া হয়েছে আগের বারের মতোই, ২৫ দিন। 

প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদের গরমের ছুটির দিনক্ষণ তিন রকম। প্রাথমিক শিক্ষা পর্ষদের গরমের ছুটি চলবে ২ মে থেকে ১২ মে পর্যন্ত। মধ্যশিক্ষা পর্ষদের গরমের ছুটি দেওয়া হচ্ছে ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত। মাদ্রাসা শিক্ষা পর্ষদ গরমের ছুটি দিচ্ছে ২৮ মে থেকে ৯ জুন পর্যন্ত। 

শিক্ষকদের একাংশের অভিযোগ এই তিন দফতরের মধ্যে কোন সমন্বয় নেই। সে জন্য তিনটি দফতর গরমের ছুটি ভিন্ন সময়ে দিচ্ছে। কিসের ভিত্তিতে পড়ুয়াদের ভিন্ন ভিন্ন সময়ে গরমের ছুটি?

‘শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চ’-এর সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “গ্রীষ্মের ছুটির ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং মাদ্রাসা বোর্ডে ছুটির তালিকা ভিন্ন ভিন্ন। প্রশ্ন উঠছে কিসের ভিত্তিতে এই তালিকা।”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments