Homeভারতবড় খবর: বিএড প্রশিক্ষিত শিক্ষকদের ৬ মাসের ব্রিজ কোর্স চালু নিয়ে কমিটি...

বড় খবর: বিএড প্রশিক্ষিত শিক্ষকদের ৬ মাসের ব্রিজ কোর্স চালু নিয়ে কমিটি গঠন NCTE-র, জেনেনিন বিস্তারিত

নিউজ ডেস্ক: অবশেষে বিএড করে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাওয়া শিক্ষকদের জন্য ৬ মাসের ব্রিজ কোর্স চালু হতে চলেছে। এই কোর্স চালু করার দাবি সামনে আসছিল। এবার পদক্ষেপ নিল NCTE।

সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে BEd যোগ্যতায় নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের ৬ মাসের ব্রিজ কোর্স চালুর জন্য কমিটি গঠন করল NCTE। এই কমিটি গঠনের দিন থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে এই কমিটি ৬ মাসের ব্রিজ কোর্স করানোর বিষয় নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন। তারপরই ব্রিজ কোর্স শুরুর বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে NCTE।

এর আগে গত ০৯-০১-২০২৫ তারিখেই এক মামলায় NCTE এর আইনজীবী আদালতকে জানিয়েছিলেন ১০-০১-২০২৫ এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের জন্য NCTE এর সাথে শিক্ষামন্ত্রকের মিটিংয় রয়েছে, সেই মিটিং এর পরই এই বিষয়ে তারা তাদের অবস্থান আদালতকে জানাতে পারবেন।

বিএড ব্রিজ কোর্স

জানা যাচ্ছে, সেই মিটিংয়েই দ্রুত ব্রিজ কোর্স চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়ে। তারপরই BEd যোগ্যতায় নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের ৬ মাসের ব্রিজ কোর্স চালুর জন্য কমিটি গঠন করল NCTE। এর ফলে চিন্তা কমতে চলছে বিএড করা প্রাথমিক শিক্ষকদের। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments