Homeপশ্চিমবঙ্গসরকারি কর্মীদের অষ্টম পে কমিশনের সুখবরের মাঝেই এল এই আপডেট, ‘০’ হয়ে...

সরকারি কর্মীদের অষ্টম পে কমিশনের সুখবরের মাঝেই এল এই আপডেট, ‘০’ হয়ে যেতে পারে DA, DR

নিউজ ডেস্ক: সদ্যই অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। অষ্টম পে কমিশনের সুখবরের মাঝেই আরও একটি তথ্য মাথায় রাখতে হবে, তা হল, ‘০’ হয়ে যেতে পারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) ও মহার্ঘ ত্রাণ। বলা হচ্ছে, অষ্টম বেতন কমিশন কার্যকর হলেই DA ও DR শূন্য হবে।

এর আগে পঞ্চম বেতন কমিশনে একটি বিশেষ সংস্থান ছিল, যার অধীনে মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) অটোমেটিক মূল বেতন বা মূল পেনশনের মধ্যে অন্তর্ভুক্ত হত। বেতন কাঠামো সরল করার জন্য এটি করা হয়েছিল, তবে ষষ্ঠ বেতন কমিশন এবং সপ্তম বেতন কমিশনের অধীনে এটি ছিল না।

ষষ্ঠ ও সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনে ডিএ মূল বেতনের সঙ্গে মিশে যায়নি। বরং নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার সময় ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে বেতন নির্ধারণ করা হয়। এর মধ্যে মহার্ঘ ভাতা এর মধ্যে পড়ছে না।

মূল বেতন বা পেনশনের ভিত্তিতে এই মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। মহার্ঘ ভাতা কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বা বেতনের একটি বড় অংশ। বর্তমান বেতন কমিশনে এমন কোনও সংস্থান নেই যে মহার্ঘ ভাতা ৫০ শতাংশের বেশি হলে তা স্বয়ংক্রিয়ভাবে মূল বেতনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এদিকে আবার ফিটমেন্ট ফ্যাক্টর লাগু হয় মূল বেতনের উপর। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments