HomeIndiaIIT Baba of Kumbh: মহাকুম্ভ থেকে বিতাড়িত IIT বাবা? আশ্রমের বিরুদ্ধে বিস্ফোরক...

IIT Baba of Kumbh: মহাকুম্ভ থেকে বিতাড়িত IIT বাবা? আশ্রমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি

Viral IIT Baba of Kumbh

IIT Baba: মহাকুম্ভ থেকে বিতাড়িত হয়েছেন IIT বাবা? জল্পনার মধ্যেই আশ্রমের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি। তবে একই সঙ্গে IIT বাবা জানালেন, তিনি মহাকুম্ভেই রয়েছেন।

তাঁর জীবনদর্শনের প্রশংসা অনেকেই করেছিলেন, তবে জুটছিল কিছু সমালোচনাও। এরই মধ্যে IIT বাবাকে নিয়ে এবার বিতর্ক শুরু হয়েছে। তিনি মহাকুম্ভ থেকে চম্পট দিয়েছেন, তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর সামনে আসে। কিন্তু IIT বাবা জানালেন, তিনি মহাকুম্ভেই রয়েছেন। গোপন কথা ফাঁস হয়ে যাবে বলে কুৎসা রটানো হচ্ছে তাঁর নামে। 

IIT বাবার আসল নাম অভয় সিংহ। তিনি মুম্বই IIT থেকে এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করে মহাকাশ গবেষণা নিয়ে কাজও করেছিলেন কিছু দিন। তবে এই জীবনের অর্থ বুঝতে না পেরে অশান্ত হয়ে উঠেছিল মন। শেষ পর্যন্ত সন্ন্যাস গ্রহণ করেই জীবনে শান্তি খুঁজে পান বলে দাবি তাঁর। তাঁর কাহিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে দেরি হয়নি। আর তার পরই শুরু হয়েছে বিতর্ক। 

IIT বাবাকে টিভির পর্দায় দেখে আকুল হয়ে তাঁর মা-বাবা বাড়ি ফিরে আসতে কাতর আর্জি জানান ছেলের কাছে। আর তার পরই শোন যায়, মহাকুম্ভ থেতে বিতাড়িত হয়েছেন IIT বাবা। যে জুনা আখড়ার যে মদী আশ্রমে থাকছিলেন তিনি, সেখান থেকে পালাতে হয়েছে তাঁকে।

তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করে IIT বাবার বক্তব্য, “ওরা আমার নামে ভুয়ো খবর ছড়াচ্ছে। মদী আশ্রমের লোকজন রাতের বেলায় আমাকে বেরিয়ে যেতে বলে। আমার জনপ্রিয়তা দেখে ভয় পেয়েছে ওরা। ভাবছে, ওদের গোপন কথা ফাঁস করে দেব আমি। তাই বলছে গোপন ধ্যানে গিয়েছি। সব বাজে কথা।” 

জুনা আখড়ার সন্ন্যাসী সোমেশ্বর পুরির বিরুদ্ধেও সরব হয়েছেন IIT বাবা। সোমেশ্বর নিজেকে IIT বাবার গুরু বলে দাবি করেছিলেন। সেই দাবি খারিজ করে IIT বাবা বলেন, “উনি আমার গুরু কে বলেছেন? আমি ওঁকেও বলেছি, আমাদের মধ্যে গুরু-শিষ্যের সম্পর্ক নেই। আমি এখন বিখ্যাত হয়ে গিয়েছি বলে নিজেকে আমার গুরু বলে দাবি করছেন।”

পড়ুন:  UGC NET December 2024: NTA UGC NET বিজ্ঞপ্তি, কবে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া? জেনেনিন আপডেট

যদিও মদী আশ্রমের দাবি, সংবাদমাধ্যম যেভাবে পিছনে পড়ে গিয়েছে, তাতে IIT বাবার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়েছে। তাই অনুচিত দাবি করছেন তিনি। শুধু তাই নয়, IIT বাবা মাদক সেবন করেন বলেন বলেও অভিযোগ তুলেছেন মদী আশ্রমের সন্ন্যাসীরা। তাঁদের দাবি, IIT বাবার বদভ্যাসের জন্য জুনা আখড়া তাঁকে বের করে দিয়েছে।

কিন্তু IIT বাবা আবার পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, “কারা এঁরা? কেমন মনোবিদ এঁরা, আমার মানসিক অবস্থাকে আমার চেয়ে ভাল জানেন? আমাকে সার্টিফিকেট দিতে হলে আমার থেকে বেশি জানা উচিত ওঁদের।” 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments