Homeপশ্চিমবঙ্গশিক্ষক পদে চাকরির সুপারিশ দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, মমতা ঠাকুরের! CBI চার্জশিটে...

শিক্ষক পদে চাকরির সুপারিশ দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, মমতা ঠাকুরের! CBI চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য

নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এল। প্রাথমিকে শিক্ষক পদে চাকরির জন্য নাম সুপারিশ করেছেন দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, মমতা ঠাকুরের! উল্লেখ CBI চার্জশিটে। প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ, CBI-চার্জশিটে দিব্যেন্দু অধিকারীর নাম। প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ, CBI-চার্জশিটে ভারতী ঘোষের নাম। প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ, CBI-চার্জশিটে মমতা ঠাকুরের নাম। অর্থাৎ প্রাথমিকে শিক্ষক পদে চাকরির সুপারিশ করে তৃণমূল-বিজেপি দু’দলের নেতাদেরই চিঠি! 

এবিপি আনন্দের খবর অনুযায়ী জানা যাচ্ছে, চাকরির জন্য ২০জনের নামের তালিকা দিব্যেন্দু অধিকারীর, চাকরির জন্য ২০জনের নামের তালিকা মমতা ঠাকুরের, চাকরির জন্য ৪জনের তালিকা দিয়ে সুপারিশ ভারতী ঘোষের। পার্থ-মানিক-কুন্তল-কালীঘাটের কাকুর মাধ্যমে চাকরির জন্য সুপারিশ করা হয়েছিল। প্রাথমিকে চাকরির সুপারিশ করেছিলেন প্রভাবশালীরা, দাবি CBI-এর। ৩২৪জনের নামে সুপারিশ, ১৩৪জন চাকরি পাওয়ার দাবি কেন্দ্রীয় এজেন্সির। প্রভাবশালীদের সুপারিশের সূত্রেই খুলবে তদন্তের নতুন অধ্যায়, দাবি CBI-এর।

প্রাথমিকে শিক্ষক পদে চাকরি দেওয়ার নামের সুপারিশে নিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে চার্জশিট পেশ করেছে, তাতে একাধিক প্রভাবশালীর নাম রয়েছে। দিব্যেন্দু অধিকারী, মমতাবালা ঠাকুর, ভারতী ঘোষ-সহ একাধিক ২০ জনের নাম তালিকায় রয়েছে। তাঁরা একাধিক প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন। তাঁদের মধ্যে অনেকেই প্রাথমিকে চাকরিও পেয়েছেন বলে খবর।

প্রাক্তন পুলিশ আধিকারিক তথা বর্তমানে বিজেপির নেত্রী ভারতী ঘোষ অবশ্য যখন সেই নাম পাঠিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। সেই সময় তিনি পুলিশে ছিলেন। তবে তিনি এই ধরনের চাকরির জন্য নাম সুপারিশের বিষয়টি একেবারে মানতে চাননি। 

পড়ুন:  'সমস্ত শিক্ষক সংগঠন এক সাথে রাস্তায় নামবো, যোগ্য শিক্ষকদের সেগ্রিকেশন করতেই হবে' যোগ্যদের পাশে বিজিটিএ

দিব্যেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, চার্জশিট না দেখে তিনি কোনও মন্তব্য করবেন না মমতা ঠাকুর ওই সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই ধরনের কাজ আমি করিনি। এমন কিছু করিনি। পুরোটাই চক্রান্ত। অন্য়ায় কাজে যুক্ত নই। সামনেই ভোট আমি চাইছি এটা নিয়ে তদন্ত হওয়া দরকার। আমি করিনি কখনও। 

পড়ুন:  SSC: ডিউটি না করলে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিরূদ্ধে জরুরি পদক্ষেপ! যা জানাল পর্ষদ

সূত্রের খবর, বিকাশ ভবনের স্টোররুমে তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিক গুরুত্বপূর্ণ নথি পেয়েছিল। আর সেই নথিতেই উঠে এসেছে একাধিক নাম। সেখানেই তালিকায় একের পর এক নাম সুপারিশ করা হয়েছিল। সব মিলিয়ে ৩২৪ জনের নামে সুপারিশ হয়েছিল বলে দাবি করা হচ্ছে। তার মধ্যে চাকরি ১৩৪ জন চাকরি পেয়েছেন বলে দাবি করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments