Homeপশ্চিমবঙ্গপূজোর ছুটিতে শিক্ষকদের আর টানা ছুটি নয়, অনলাইন ক্লাসের নির্দেশ ঘিরে প্রশ্ন...

পূজোর ছুটিতে শিক্ষকদের আর টানা ছুটি নয়, অনলাইন ক্লাসের নির্দেশ ঘিরে প্রশ্ন শিক্ষক মহলে

পুজোর ছুটিতে এবার অনলাইন ক্লাসের নির্দেশ দেওয়া হল। পূজোর ছুটিতে শিক্ষকরা টানা ছুটি না নিয়ে প্রয়োজন হলে লক্ষ্মী পুজো থেকে কালীপুজোর মধ্যে অনলাইনে ক্লাস করাতে পারে স্কুলগুলি।

নিউজ ডেস্ক: পুজোর ছুটিতে এবার অনলাইন ক্লাসের নির্দেশ দেওয়া হল। পূজোর ছুটিতে শিক্ষকরা টানা ছুটি না নিয়ে প্রয়োজন হলে লক্ষ্মী পুজো থেকে কালীপুজোর মধ্যে অনলাইনে ক্লাস করাতে পারে স্কুলগুলি। প্রধান শিক্ষকদের এমনই বিজ্ঞপ্তি দিয়ে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আসলে একাদশের প্রথম সিমেস্টারের সিলেবাস সম্পূর্ণ করতে পারেনি বহু স্কুল। তার উপর পুজোর পরই দ্বিতীয় সিমেস্টারের ক্লাস শুরু হয়ে যাবে। তার আগে পড়ুয়াদের ভিত পোক্ত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, দ্বিতীয় সেমিস্টারের ক্লাসগুলি অনলাইন মোডে চালনা করা যাবে 21 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এটি পরিচালিত হবে। 

এই নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “এই ক্লাস বাধ্যতামূলক নয়। তবে লক্ষ্মী পুজো থেকে কালীপুজোর মধ্যে স্কুলগুলি মনে করলে একাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস করাতে পারে। যাতে দ্বিতীয় সিমেস্টারের আগে পড়ুয়াদের সিলেবাস শেষ করা যায়।”

আসলে এ বছরই প্রথম একাদশে নয়া পদ্ধতিতে শুরু হয়েছে পঠন-পাঠন। তাছাড়া সিলেবাসেরও পরিবর্তন করা হয়েছে আমূল। সিমেস্টার পদ্ধতিতে বই আসতেও অনেকটা সময় লেগেছে। তার ফলে একাদশের প্রথম সিমেস্টারের সিলেবাস সম্পূর্ণ করতে পারেনি বহু স্কুল। এই অবস্থায় অনলাইন ক্লাস করানোর নির্দেশ এসেছে।

পড়ুন:  হাজার হাজার শিক্ষকরা অনেক টাকা বেতন কম পাচ্ছেন! শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি শিক্ষক সংগঠনের

তবে এটি আদৌ কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন আছে। বেশ কিছু স্কুলের আবার বক্তব্য, শিক্ষা সংসদ অনুরোধ করেছে প্রধান শিক্ষকদের। যে হেতু বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদ বা শিক্ষা দফতরের তরফ থেকে দেওয়া হয়নি। তা বাস্তবায়ন করা যথেষ্ট কঠিন। বহু শিক্ষক রয়েছেন যাঁদের অনলাইন ক্লাসের প্রতি অনীহা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!