নিউজ ডেস্ক: অতিরিক্ত ক্লাস নিয়ে গুরুত্বপুর্ন নির্দেশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ে যে সব প্রাথমিক স্কুল ছুটি থাকবে, তাদের পরে অতিরিক্ত ক্লাস নিতে হবে বলে জানিয়ে দিল পর্ষদ।
এই বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, “যে সব স্কুলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলের সঙ্গে একই ক্যাম্পাসে প্রাথমিক স্কুল আছে এবং পরীক্ষা কেন্দ্র পড়েছে সেই প্রাথমিক স্কুলগুলি শুধু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের
সময় ছুটি থাকবে। যে সব প্রাথমিক স্কুলের নিজস্ব আলাদা ভবন রয়েছে সেখানে নিয়মিত পঠনপাঠন চলবে। যে স্কুলগুলি ছুটি থাকবে তাদের পরে দ্রুত অতিরিক্ত ক্লাস নিতে হবে।”
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ থেকে। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানাচ্ছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরুর আগে সকাল ৯টার মধ্যে মিড ডে মিল এবং ক্লাস শেষ করা সম্ভব নয়। পরীক্ষার সময়ে প্রাথমিক স্কুল চালু থাকলে নিরাপত্তায় বিঘ্ন ঘটতে পারে। তাই ওই স্কুলগুলি ছুটি থাকবে। তবে পরে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস নিয়ে পুষিয়ে দিতে হবে।