‘কর্মীরা বলে বেড়াচ্ছেন সরকার ডিএ দেবে না…’, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে বলা…এল বিস্ফোরক দাবি

এক শ্রেণির কর্মচারী বলে বেড়াচ্ছেন সরকার কিছুতেই ডিএ দেবে না। বলি, আইন-আদালত এবং সংবিধান যদি থেকে থাকে সরকারকে ডিএ দিতেই হবে। লক্ষ্য করলে দেখবেন...

6259
অষ্টম বেতন কমিশন

নিউজ ডেস্ক: বছর ঘুরতে চললেও রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির কোনও ঘোষণা এখনও করলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বড় মন্তব্য করলেন। এক শ্রেণির সরকারি কর্মীরা বলে বেড়াচ্ছেন, সরকার কিছুতেই ডিএ দেবে না।

মলয় মুখোপাধ্যায় বলেন, ‘এক শ্রেণির কর্মচারী বলে বেড়াচ্ছেন সরকার কিছুতেই ডিএ দেবে না। বলি, আইন-আদালত এবং সংবিধান যদি থেকে থাকে সরকারকে ডিএ দিতেই হবে। লক্ষ্য করলে দেখবেন, মূল্যসূচক মেনে কেন্দ্রীয় সরকার যে হারে এবং যে নিদিষ্ট সময় থেকে মহার্ঘভাতা ঘোষনা করে থাকেন সাধারণত রাজ্যগুলিও সেই পথ অনুসরণ করে থাকেন। বিগত বেতন কমিশনগুলির সুপারিশে তা উল্লেখ আছে।’ 

তিনি আরও বলেন, ‘এবারের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টেও তার উল্লেখ আছে, কিন্তু সরকার সেই রিপোর্ট কিছুতেই প্রকাশ করছেন না। বিশ্বস্ত সূত্র মারফত আমরা তা জানতেও পেরেছি। ফলে আজও মাননীয়ার ইচ্ছার উপর ডিএ নির্ভর করছে। কিন্তু তা তো হওয়ার কথা ছিল না। কারণ ২০১১ সালে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে বলা ছিল, ক্ষমতায় এলে, সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে সহ্য করা বাম বঞ্চনার আশু সমাধান করা হবে।’ 

পড়ুন:  "লড়াই বৃহৎ ও কঠিন", বকেয়া ডিএ মামলায় নয়া মোড়, তবে কি এবার বদলাবে 'সমীকরণ'? মামলায় যুক্ত হতে পারে নয়া পার্টি

তাঁর কথায়, ‘তৃণমূলের সেই প্রতিশ্রুতি সব উধাও৷ ফলে কেন্দ্র সহ অনান্য অধিকাংশ রাজ্যের বর্তমান মহার্ঘভাতা যেখানে ১৮ কিস্তি বা ৫৩ শতাংশ, সেখানে এই রাজ্যে তা ৪ কিস্তি বা ১৪ শতাংশ। এই আবহে আগামী ২০২৫ সালের ৭ জানুয়ারি আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার অগ্রগতির দিকে।’ 

পড়ুন:  পশ্চিমবঙ্গ: ভিক্ষা নয়, ন্যায্য পাওনা দিতেই হবে! ৪ শতাংশ ডিএ বৃদ্ধি নিয়ে যা বলছেন সরকারি কর্মীরা

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এরাজ্যের সরকারি কর্মচারীরা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হয়েছে। এই আবহে কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএ-র ফারাক ৩৯ শতাংশ। ডিএ আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে এই প্রাপ্য আরও ৩৯ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে।