Beldanga: বেলডাঙ্গায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় মোতায়েন বিশাল পুলিশ, ঘটনায় বাড়ছে গ্রেফতারি, যা জানা গেল

রাজ্য পুলিশ জানিয়েছে, ঘটনায় এক পুজো কমিটির সভাপতি ও সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। হিংসা-ভাঙচুরের ঘটনায় সক্রিয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

1576

বেলডাঙ্গা হিংসা: বেলডাঙ্গায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় মোতায়েন বিরাট পুলিশ বাহিনী। জেলাজুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা। শনিবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় একাধিক বাড়ি ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনা ঘটে। ঘটনা নিয়ে চলছে গুজব, মৃত্যুর দাবিও করা হচ্ছে। তবে পুলিশ সূত্রে খবর কারোর মৃত্যু ঘটেনি।

পড়ুন:  দুঃখজনক: 'সুপ্রিম' নির্দেশে একই সঙ্গে ছেলে-বৌমার চাকরি বাতিল, হৃদরোগে মারা গেলেন মা, শোকের ছায়া

এই ঘটনায় জেলাজুড়ে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। শান্তি ফেরাতে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছে রাজ্য সরকার। সেই সঙ্গে গুজব বন্ধ করতে আবেদন করা হয়েছে।

ঘটনার পরই কিছুক্ষণের জন্য হয় রেল অবরোধ। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। রেল পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। আজ পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে দোকান বা ব্যবসায়ী প্রতিষ্ঠান বেশিরভাগ বন্ধই ছিল। আজও এলাকায় টহল দিচ্ছে পুলিশ। প্রশাসনের তরফ থেকে মুর্শিদাবাদ জেলাজুড়ে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।

পড়ুন:  ভয়াবহ বন্যা: দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যা, জনজীবন বিপর্যস্ত, যা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্য পুলিশ জানিয়েছে, ঘটনায় এক পুজো কমিটির সভাপতি ও সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। হিংসা-ভাঙচুরের ঘটনায় সক্রিয় পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে। জেলার কোথাও কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। ৬ জন আহত হয়েছেন, তাঁদের অবস্থা স্থিতিশীল। জেলাজুড়ে কড়া পুলিশি নজরদারি চলছে।