HomeIndiaHoliday List: অনেক ছুটি অক্টোবর মাসে...! কবে কবে বন্ধ থাকবে স্কুল, কলেজ...

Holiday List: অনেক ছুটি অক্টোবর মাসে…! কবে কবে বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অফিস? দেখে নিন তারিখ-সহ ছুটির তালিকা

সামনেই উৎসবের মাস অক্টোবর। এই মাসে অনেক দিন ছুটি! কবে কবে বন্ধ থাকবে রাজ্যের স্কুল, কলেজ? ছাত্র ছাত্রী ও অভিভাবকদের এবার অক্টোবর মাসটিও কাটতে চলেছে বিশেষ বিশেষ দিন নিয়ে ভরপুর মজাদার ছুটির। দেখে নিন তারিখ-সহ ছুটির সম্পূর্ণ তালিকা।

অক্টোবর মাসে ছুটির তালিকা: সেপ্টেম্বর মাস শেষ হতে চলল। সামনেই উৎসবের মাস অক্টোবর। এই মাসে অনেক দিন ছুটি! কবে কবে বন্ধ থাকবে রাজ্যের স্কুল, কলেজ? ছাত্র ছাত্রী ও অভিভাবকদের এবার অক্টোবর মাসটিও কাটতে চলেছে বিশেষ বিশেষ দিন নিয়ে ভরপুর মজাদার ছুটির। দেখে নিন তারিখ-সহ ছুটির সম্পূর্ণ তালিকা।

২রা অক্টোবর মহাত্মা গান্ধির জন্মদিন থেকে শুরু করে শারদীয় নবরাত্রি, দশমী বা দশেরা, করভা চৌথ থেকে দীপাবলির মতো বিশেষ বিশেষ দিন রয়েছে অক্টোবর মাসে। ফলে উৎসব উপলক্ষে থাকছে সরকারি ছুটিও।

আগামী ২ অক্টোবর সোমবার সরকারি ছুটি থাকবে। এই দিনটি মহাত্মা গান্ধির জন্মজয়ন্তী পালিত হয় দেশ জুড়ে। অর্থাৎ গান্ধি জয়ন্তীর দিনে এদিন সারা দেশে স্কুল, কলেজ, অফিস এবং ব্যাঙ্ক বন্ধ থাকবে।




পাবলিক হলিডে হিসেবে ৬ অক্টোবর রবিবার সরকারি ছুটির দিন এবং সেই কারণে স্বাভাবিক ভাবেই বন্ধ স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠানগুলি। বন্ধ থাকবে সরকারি অফিসও। ৫ অক্টোবর শনিবার বলে ওইদিন সরকারি অফিস এমনিতেই বন্ধ থাকবে।

৭ অক্টোবর থেকে এই রাজ্যে পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার দুর্গাপুজোর মহা সপ্তমী। এই উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। ছুটি থাকবে এই রাজ্যের সরকারি স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। পুজোর ছুটি চলবে টানা ১৮ অক্টোবর পর্যন্ত।

পড়ুন:  DA NEWS: সরকারি কর্মীদের জন্য বাম্পার খবর, ৩% DA বাড়লে হাতে কত পাবেন বাড়তি বেতন? দেখেনিন একনজরে




২০ অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে। আর তাই বন্ধ যাবতীয় স্কুল-অফিস-কাছারি। মঙ্গলবার, ২৯ অক্টোবর কালীপুজো ও দীপাবলি উপলক্ষে থাকছে ঐচ্ছিক ছুটি। বুধবার, ৩০ অক্টোবরও দিওয়ালির অধীনে রয়েছে আরও একটি ঐচ্ছিক ছুটি। নরক চতুর্দশী ও দীপাবলি উপলক্ষে ৩১ অক্টোবর বৃহস্পতিবারও ছুটি থাকবে বিভিন্ন রাজ্য। আসলে সরকারি ছুটি রাজ্য ভেদে কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়। সেক্ষেত্রে তালিকা দেখে নিতে হবে।

পড়ুন:  পূজোর ছুটিতে শিক্ষকদের আর টানা ছুটি নয়, অনলাইন ক্লাসের নির্দেশ ঘিরে প্রশ্ন শিক্ষক মহলে




RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments