মহার্ঘ ভাতা আপডেট: আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে। এটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই এই বাজেটে বড় কোনও ঘোষণা থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে।
গত বছর বছর বাজেটেই মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। তাই বিশেষজ্ঞদের অনুমান এবারও বজেটেই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হবে।
সূত্রের খবর রাজ্য সরকারি কর্মীদের এবার বাজেটে ৪ শতাংশ ডিএ-র কথা ঘোষণা করা হতে পরে। যদিও এখনও কিছুই জানায়নি রাজ্য সরকার। সূত্রের খবর আলোচনা শুরু হয়েছে অর্থ দফতরে।
রাজ্যের সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৪ শতাংশ হরে ডিএ পান। চার শতাংশ হলে তারা ১৮ শতাংশ হারে ডিএ পাবেন। গত বছর চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল। তার আগের বার অর্থাৎ ২০২৩ সালে ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল।
বর্তমানে এই রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের সরকারি কর্মীদের ডিএর ফারাক রয়েছে প্রায় ৩৯ শতাংশ। ডিএ নিয়ে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করেছে রাজ্যের সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টেও মামলা চলছে। যদিও একাধিকবার পিছিয়েছে শুনানি।