DA NEWS: বকেয়া ৩ কিস্তির মহার্ঘ ভাতা মেটানো সহ একাধিক দাবিতে সরব সরকারি কর্মীরা

893
DA News মহার্ঘ ভাতা

নিউজ ডেস্ক: অনেকেই মনে করছিলেন চলতি সপ্তাহেই কেন্দ্রীয় সরকার ডিএ বা মহার্ঘ ভাতা (DA) ঘোষণা করবে। ধারণা করা হচ্ছিল গতবারের মত এবারও হোলির আগেই ডিএ ঘোষণা করা হবে। কিন্তু সেটা হয়নি। এরই মধ্যে বকেয়া ৩ কিস্তির মহার্ঘ ভাতার দাবিতে সরব হচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

পড়ুন:  8ম বেতন কমিশনে বেতন বৃদ্ধি: 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর? মূল বেতন কত হতে পারে?

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিকদের কনফেডারেশন একটি নতুন দাবি দাওয়া পেশ করেছে, সেখানে সরকারি কর্মীদের একাধিক দাবি দাওয়ার সঙ্গে রয়েছে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার বিষয়টিও।

আসলে কোভিডের সময় সপ্তম পে কমিশনের অধীনে ২০২০র জানুয়ারি থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩টি ডিএ বকেয়া রয়েছে। সেগুলি পরিশোধের দাবি উঠেছে। যদিও যদিও কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছে এই বকেয়া ডিএ আর দেবে না কেন্দ্রীয় সরকার।

পড়ুন:  মাত্র ১১ বছরে বিয়ে, ২০-তে সন্তানের বাবা! ডাক্তারি পরীক্ষা পাশ করে তাক লাগিয়েছেন রামলাল

ফেডারেশন দাবি করেছে, অষ্টম বেতন কমিশনের অধীনে চেয়ারম্যান-সহ কমিটির সদস্যদের নিয়োগ করতে হবে।নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম ফেরাতে হবে। সরকারি কর্মী ও পেনশনভোগীদের টাকা ১২ বছরের মধ্যেই চাইলে তারা তুলে নিতে পারবে। বর্তমানে করুণার ভিত্তিতে বর্তমানে ৫% নিয়োগ হয়। এটি বাতিল করে পরিবর্তে যোগ্য প্রার্থীদেরই চাকরি দিতে হবে। এর পাশাপাশি, সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগ করতে হবে।