DA NEWS: ফের মহার্ঘ ভাতার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ৩ শতাংশ ডিএ দেওয়ার ঘোষনা হয়েছে। এই ডিএ বৃদ্ধির ফলে মোট ডিএ হল ৫৩ শতাংশ। যদিও এরাজ্যের কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ডিএয়ের ফারাক ৩৯ শতাংশ হয়ে যাওয়ার পরে ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মীরা। আর তারইমধ্যে এল ডিএ নিয়ে বিশেষ বার্তা।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়ালো ৫৩%। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘতার পরিমাণ মাত্র ১৪%। ফারাক বেড়ে দাঁড়ালো ৩৯%। এত বঞ্চনা অন্য কোন রাজ্যে নেই। যাঁদের উপর ভর করে সরকার চলছে তাঁদের অর্থ নিয়ে ভোট রাজনীতি চলছে। অথচ ইচ্ছে করে তাঁদের বঞ্চিত করে রাখা হয়েছে। অবিলম্বে আমরা এ আই সি পি আই অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার যে ঘোষণা করল, তাতে রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চনা আরও বাড়ল। তাঁদের জীবনে আরও অন্ধকার নেমে এল। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জীবনে আরও অন্ধকার নামল। সেই পরিস্থিতিতে আন্দোলনের তীব্রতা আরও বাড়ানো হবে। পুজোর ছুটি শেষ হলেই পদক্ষেপ করা হবে।
যদিও ডিএ ঘোষনা নিয়ে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস প্রভাবিত সরকারি কর্মচারী ফেডারেশন। ওই সংগঠনের আহ্বায়ক জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তাঁদের আস্থা আছে। রাজ্যের প্রত্যেকেই জানেন যে বাংলার সঙ্গে বঞ্চনা করে আসছে কেন্দ্রীয় সরকার। প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। আর মুখ্যমন্ত্রী কখনও বলেননি যে মহার্ঘ ভাতা বাড়ানো হবে না। সময় হলেই মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করবে। এই বিষয়টি নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতে যাওয়ার কোনও অর্থ হয় না।