Big News: ৩২ হাজার শিক্ষক চাকরি বাতিল মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিক্ষকদের

3361

নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বড় খবর সামনে এল। প্রাথমিক দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হল শিক্ষকদের। আসলে তালিকাভুক্ত বেশ কিছু শিক্ষক-শিক্ষিকাদের টেট পাশ করা নিয়েই সন্দেহ থাকায় তাঁদের ডেকে পাঠাচ্ছে সিবিআই। 

জানা যাচ্ছে, চলতি মাসের গোড়াতেই মামলার তদন্তকারী অফিসার ১০৭ জন শিক্ষক-শিক্ষিকার একটি তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠিয়ে জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য বলেছিলেন। ওই তালিকায় থাকা প্রায় ৪০ জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামিকাল, সোমবার থেকে বাকিদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। ২৪ মার্চের মধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করা হবে বলে জানা যাচ্ছে। ওই তালিকায় দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, কোচবিহার, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রামে কর্মরত শিক্ষক-শিক্ষিকারা আছেন। পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের সংখ্যাই সর্বাধিক। ওই জেলার প্রায় ৫০ জন শিক্ষক-শিক্ষিকার নাম ওই তালিকায় আছে বলে জানা যাচ্ছে। 

এই বিষয়ে মামলার অন্যতম আবেদনকারী রমেশ মালিকের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, ‘‘যাঁরা দুর্নীতির সুযোগে চাকরি পেয়েছেন তাঁদের জিজ্ঞাসাবাদ করে অপরাধের উৎসে পৌঁছতে হবে, এ কথা কোর্টে আমরা বলেছিলাম। এত দিনে সেই তদন্ত শুরু হয়েছে।’’ 

পড়ুন:  বড় খবর: আর থাকবে না ছুটি নিয়ে বৈষম্য! গরমের ছুটি এবং পুজোর ছুটি নিয়ে নেওয়া হল বড় সিধান্ত, যা জানা গেল

শিক্ষক-শিক্ষিকাদের ২০১৪ সালের টেট-এর অ্যাডমিট কার্ড ও নিয়োগপত্র নিয়ে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। পরে হাই কোর্টের ডিভিশন বেঞ্চও একই রায় বহাল রাখে। সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও তদন্তের নির্দেশ বহাল আছে। ওই অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলেই আপাতত ওই ৩২ হাজার শিক্ষক চাকরি করছেন।