নিউজ ডেস্ক: তবে কি ফের ভালো খবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য? বুধবারেই কেন্দ্রের বড় ঘোষণার সম্ভাবনা! ১ কোটি কেন্দ্রীয় সরকারি-অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য DA-DR ঘোষনা হতে পারে। মোদি সরকারের কর্মীদের জন্য আগামী ৫ মার্চ হতে পারে বড় ঘোষণা।
গত বছরের রেকর্ডে যদি নজর দেওয়া যায় সেক্ষেত্রে বলা যেতে পারে যে হোলির আগেই ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। মোদি সরকারের কর্মীদের জন্য। ৫ মার্চ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদি সরকার৷ এইবারেও কি কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা পাবেন বাড়তি আকারে ডিএ?
সপ্তম বেতন কমিশনের সুপারিশে প্রতি বছরেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১ জানুয়ারি আর ১ জুলাইয়ে মহার্ঘ ভাতার বর্ধিত টাকা পেয়ে থাকেন। জানুয়ারির মহার্ঘ ভাতা বৃদ্ধির সরকারি ঘোষণা করা হয়ে থাকে মার্চেই৷ আর জুলাইয়েরটি সেপ্টেম্বর বা অক্টোবরে ঘোষণা করা হয়ে থাকে৷
অনুমান করা হচ্ছে এইবার অর্থাৎ জানুয়ারি ২০২৫ থেকে মোদি সরকারের কর্মীরা মহার্ঘ ভাতা পাবেন ৩ বা ৪ শতাংশ হারে। এমন হলে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা ন্যূনতম বেতন হিসাবে পান ৫৪০ থেকে ৭২০ টাকা মাসিক৷ মহার্ঘ ভাতা গণনা কেমন করে হয়ে থাকে এবার বুঝে নেওয়া যাক৷
যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর বেসিক স্যালারি ১৮,০০০ টাকা৷ সেই কর্মীদের ৫০ শতাংশ অর্থাৎ ৯,০০০ টাকা ডিএ হিসাবে পাচ্ছেন৷ যদি ৩ ডিএ, ডিআর ৩ শতাংশ করে বৃদ্ধি পায় সেক্ষেত্রে ৯,৫৪০ টাকা হবে, অর্থাৎ ৫৪০ টাকা করে প্রতি মাসে ডিএ আকারে বৃদ্ধি হবে৷ ৪ শতাংশ করে ডিএ বৃদ্ধি হলে সেটি ৭২০ টাকা হবে।