নিউজ ডেস্ক: ভালো খবর শিক্ষকদের একাংশের জন্য। এসএসকে, এমএসকের শিক্ষকদের বেতন বৃদ্ধি হল। শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে)-এর শিক্ষকদের তিন শতাংশ বেতন বৃদ্ধি পেল। এই নিয়ে স্কুল শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ১ ফেব্রুয়ারি থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সোমবারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসকের এক জন সহায়ক বা সহায়িকা (শিক্ষক) এখন পান ১১,২৫৫ টাকা। সেই বেতন বৃদ্ধি পেয়ে হবে ১১,৫৯৩ টাকা। এক জন মুখ্য সহায়ক বা মুখ্য সহায়িকা (প্রধান শিক্ষক বা শিক্ষিকা) এখন পান ১১,৬৩৮ টাকা। সেই বেতন বৃদ্ধি পেয়ে হবে ১১,৯৮৭ টাকা। এমএসকের এক জন সম্প্রসারক বা সম্প্রসারিকা (শিক্ষক বা শিক্ষিকা) এখন বেতন পান ১৪,৬৩২ টাকা। তা বৃদ্ধি পেয়ে হবে ১৫,০৭১ টাকা। মুখ্য সম্প্রসারক বা সম্প্রসারিকা (প্রধান শিক্ষক বা শিক্ষিকা) এখন বেতন পান ১৫,৭৫৮ টাকা। ফেব্রুয়ারি মাস থেকে তা বৃদ্ধি পেয়ে হতে চলেছে ১৬,২৩১ টাকা।
হিসাব অনুযায়ী এরাজ্যে শিশু শিক্ষা কেন্দ্রের সংখ্যা ১৬ হাজার। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সংখ্যা হল দেড় হাজার। এর পাশাপাশি মাদ্রাসাতেও রয়েছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। সেগুলির সংখ্যা ৪০০। এই গুলোতে প্রায় ৪০ হাজার শিক্ষক ও শিক্ষিকা রয়েছেন।
বেশ কিছুদিন ধরেই এসএসকে এবং এমএসকে শিক্ষকরা অভিযোগ তুলেছিলেন তাঁদের বেতন বাড়ছে না। বেতন বাড়ানো হোক তাঁদের। তারপর বেতন বৃদ্ধি নিয়ে কদিন আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখাও করেছিলেন শিক্ষক–শিক্ষিকারা। অবশেষে রাজ্য সরকার সেই দাবি পূরণ করার কথা জানাতে খুশি এসএসকে এবং এমএসকে’র শিক্ষকরা।