নিউজ ডেস্ক: এবার নিয়োগ দুর্নীতি এবং শিক্ষক নিয়োগ না হওয়া নিয়ে বিরাট মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। দুর্নীতির জন্য নিয়োগ বন্ধ, রাজ্য ছেড়ে বাইরে চলে যাচ্ছেন অনেকেই! এমনই মন্তব্য করলেন তিনি। বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 600-650টি বিএড কলেজ রয়েছে এরাজ্যে। পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই কলেজগুলো চলছে বলে দাবি করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।
এই নিয়ে মামলাকারীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে উপাচার্য ও কিছু আধিকারিকের সঙ্গে যোগসাজশ না থাকলে এই ভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বিভিন্ন কলেজকে স্বীকৃতি দিত না বিশ্ববিদ্যালয়। বিভিন্ন অনিয়ম তুলে ধরে সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছে।
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মন্তব্য করেন, ‘দুর্নীতির জন্য শিক্ষক নিয়োগ বন্ধ, পুলিশে কনস্টেবল নিয়োগ বন্ধ, এখন কলেজেও শিক্ষায় দুর্নীতি। এই তো অবস্থা! ছেলেমেয়েরা রাজ্য ছেড়ে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে।’
প্রধান বিচারপতি বিশ্ববিদ্যালয়ের আইনজীবী কল্লোল বসুর উদ্দেশে বলেন, “উপাচার্যকে অবিলম্বে তাঁর পদ থেকে সরানো উচিত। উপাচার্য কিছু জানেন না এটা হতে পারেনা।” যদিও আইনজীবী জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের হয়ে সওয়াল করছেন। উপাচার্যের হয়ে নয়। এরপর প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, এ ব্যাপারে রাজ্য কী পদক্ষেপ করেছে।
এদিন শুনানির শেষ পর্যায়ে রাজ্যে কর্মসংস্থানের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, দুর্নীতির কারণে শিক্ষক, কনস্টেবলের নিয়োগ বন্ধ রয়েছে। এইসব কারণেই রাজ্যে থাকতে চাইছেন না বর্তমান প্রজন্ম। অনেকেই রাজ্য ছেড়ে বাইরে চলে যাচ্ছেন। দুসপ্তাহ পরে মামলাটি রাখা হয়েছে শুনানির জন্য।