Home Blog Page 115

অবাক করা তথ্য: কনস্টেবল পদে কর্মরত রয়েছেন বাংলাদেশি মহিলা! বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

কলকাতা হাইকোর্ট

নিউজ ডেস্ক: এবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। কলকাতা পুলিসে মহিলা কনস্টেবল পদে নাকি কর্মরত রয়েছেন এক বাংলাদেশি নাগরিক। যার জেরে এবার খোদ কলকাতা পুলিস কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জমি বিবাদকে কেন্দ্র করে কেঁচো খুড়তে গিয়ে এই কেউটের সন্ধান মিলেছে বলে দাবি করেছেন মামলাকারী তথা নদীয়ার গাংনাপুরের বাসিন্দা শুভঙ্কর সরকার।  

ওই ব্যক্তির অভিযোগ, সুতপা সিংহ নামে এক বাংলাদেশি মহিলা এদেশে এসে বিভিন্ন নথি জাল করে কলকাতা পুলিসে কনস্টেবল পদে চাকরি পেয়ে গিয়েছেন।

শুভঙ্কর দাবি করেছেন, গাংনাপুর থানা এলাকায় দেবগ্রামের মাঠের পাড়া এলাকায় বেশ কিছুটা জমি-সহ তাঁর বাড়ি রয়েছে। অভিযোগ, সেই জমির পাশেই সুতপার বাবা প্রমথ সিংহ’র জমি রয়েছে। শাসক দলের স্থানীয় বেশ কয়েকজন নেতার সঙ্গে যোগসাজশ করে মামলাকারীর জমি হাতানোর ছক কষেছিল প্রমথ। এরপরই প্রমথ সম্পর্কে খোঁজ খবর শুরু করেন মামলাকারী।

তাঁর দাবি, রাজ্য নির্বাচনী কার্যালয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করার পর তিনি জানতে পারেন, বাংলাদেশ থেকে এদেশে আসার পর ২০১৪ সাল নাগাদ দীনবন্ধু নামে এক ব্যক্তিকে বাবা সাজিয়ে প্রমথ সিংহ ভোটার তালিকায় নাম তোলেন। পরে বাবার নাম সংশোধন করেন। এবার তাঁর ভোটার কার্ডের সূত্রে একে একে তাঁর পরিবারের সকলেই ভোটার তালিকায় নাম তোলেন ও রানাঘাট দক্ষিণ কেন্দ্রে ভোটার হয়ে যান। অভিযোগ, পরবর্তীতে সেই ‘ভুয়ো’ ভোটার কার্ড ও অন্য তথ্য দাখিল করে কলকাতা পুলিসে চাকরিও পেয়ে গিয়েছেন সুতপা। 

এই বিষয়টি জানার পরই ভোটার তালিকার যাবতীয় তথ্য-সহ জেলা নির্বাচনী কার্যালয় থেকে শুরু করে পুলিস সুপার সহ একাধিক জায়গায় অভিযোগ জানান শুভঙ্কর। পরে শুভঙ্করকে একের পর মিথ্যা মামলায় ফাঁসানো হয়। এবং গ্রেপ্তার করা হয়। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন রেল কর্মী শুভঙ্কর।

ঘটনার বাধ্য হয়ে শেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সম্প্রতি বিচারপতি শম্পা সরকারের এজলাসে মামলাটি শুনানির জন্য উঠলে যাবতীয় বৃত্তান্ত তুলে ধরেন শুভঙ্করের আইনজীবী রাজা বিশ্বাস ও অভিজিৎ সরকার। প্রমথ, সুতপা সহ তাঁর গোটা পরিবারকে মামলায় পক্ষভুক্ত করা হলেও, তাদের তরফে কোনও আইনজীবী এজলাসে উপস্থিত ছিলেন না। গোটা বৃত্তান্ত শোনার পর বিচারপতি সরকার নির্দেশে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত করবেন কলকাতার পুলিস কমিশনার। যাবতীয় নথি যাচাই করে সবপক্ষের বক্তব্য শুনে এব্যপারে সিদ্ধান্ত নিতে হবে তাঁকে। পাশাপাশি রানাঘাট দক্ষিণ কেন্দ্রের ইলেকশন রেজিস্ট্রেশন অফিসারকে বিচারপতির নির্দেশ, অভিযুক্তদের পরিচিতি প্রমাণের শেষ সুযোগ দিয়ে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি চার মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

Big News: ৬৯ হাজার সহকারি শিক্ষক পদে নতুন তালিকা তৈরির হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট শিক্ষক ২৬ হাজার চাকরি বাতিল

সুপ্রিম কোর্ট শিক্ষক

নিউজ ডেস্ক: ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদলত সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশ সরকারকে রাজ্যে ৬৯ হাজার সহকারি শিক্ষক নিয়োগের জন্য নতুন বাছাই তালিকা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। সেই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

অনিয়মের অভিযোগে সামনে আসায় ২০২০ সালের জুন এবং ২০২২ সালের জানুয়ারিতে উত্তরপ্রদেশ রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা সহকারি শিক্ষকদের বাছাই তালিকা বাতিল করতে নির্দেশ দেওয়া হয়েছিল। হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত, যার মধ্যে ৬,৮০০জন প্রার্থী অন্তর্ভুক্ত ছিলেন।

এই বিষয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ রাজ্য সরকার এবং উত্তরপ্রদেশের বেসিক এডুকেশন বোর্ডের সচিব সহ অন্যান্যদের রবি কুমার সাক্সেনা ও আরও ৫১ জনের আবেদনের ভিত্তিতে নোটিশ জারি করেছে।

শীর্ষ আদালত জানিয়েছে, এই বিষয়ে চূড়ান্ত শুনানি হবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলির আইনজীবীকে সাত পৃষ্ঠার বেশি সংক্ষিপ্ত লিখিত নোট জমা দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের ওই বেঞ্চে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্র রাজ্য সরকারের কাছে নোটিশ পাঠিয়েছিল। এই মামলার পরের শুনানি হবে ২৩ সেপ্টেম্বর। এই মামলার সমস্ত পক্ষকে লিখিত নোট দেওয়ার কথা বলা হয়েছে। তবে সেটা যেন সাত পাতার বেশি না হয় সেটা দেখতে হবে।

‘আমাদের উপায় নেই…’ এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে যা জানালেন আইনজীবী ফিরদৌস শামিম

আইনজীবী ফিরদৌস শামিম

আইনজীবী ফিরদৌস শামিম

এসএসসি মামলা: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল SSCর ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলারটির শুনানি ছিল। কিন্তু অন্য মামলার শুনানি থাকায় ওই SSC সংক্রান্ত মামলাটির শুনানির দিন ২৪ সেপ্টেম্বর করা হয়েছে।

এই বিষয়ে চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘আজ সুপ্রিম কোর্টে এসএসসির একটি মামলার শুনানি ছিল। কিন্তু ট্যাক্স সংক্রান্ত একটি মামলার শুনানি চলায় এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে। আমি যানি অনেকে ধৈর্য হারাচ্ছেন। কিন্তু বিচারব্যবস্থার ওপর ভরসা করা ছাড়া আমাদের উপায় নেই।’ ফিরদৌস শামিম জানান, ২৪ সেপ্টেম্বর প্রথম মামলা হিসাবে বিচারপতি মিশ্রর বেঞ্চে SSC মামলার শুনানি হওয়ার কথা।

নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০১৬ SSCর গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায় কার্যকর হলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যাবে। কলকাতা হাইকোর্টে SSC জানায়, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় কারা যোগ্য আর কারা অযোগ্য তা ১০০ শতাংশ নিশ্চিতভাবে তাদের পক্ষে বলা সম্ভব নয়।

এর পর হাইকোর্ট প্যানেল খারিজ করতেই সুপ্রিম কোর্টে বদলে যায় SSCর সুর। সেখানে তারা জানায়, তাদের হাতে যোগ্য ও অযোগ্যদের বাছাই করার মতো সুনির্দিষ্ট নথি রয়েছে। আগামী শুনানিতে SSCর যে পদ্ধতিতে যোগ্য ও অযোগ্য আলাদা করতে চাইছে তা বৈধ কি না সেব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে আদালত। ফলে সেই শুনানির দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্ট জানিয়েছে, অযোগ্যদের সঠিক ভাবে চিহ্নিত করা গেলে গোটা প্যানেল বাতিলের প্রয়োজন নেই।

Big News: তিন হাজার শূন্যপদে নিয়োগ, দুদিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে, বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

মাদ্রাসা সার্ভিস কমিশন শূন্যপদে নিয়োগ

মাদ্রাসা সার্ভিস কমিশন: রাজ্যে নিয়োগ মামলায় বড় খবর সামনে এল। আদালতের প্রশ্নের মুখে পড়তে হল মাদ্রাসা সার্ভিস কমিশনকে। পরীক্ষার ফল বার করতে ১৪ বছর! কারচুপি করতে এত সময় লাগে?’ মাদ্রাসা মামলায় কটাক্ষ বিচারপতি অমৃতা সিনহার।

২০১০ সালে গ্ৰুপ ডি-তে তিন হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। অভিযোগ, সেই পরীক্ষার ফল এখনও বার করেনি কমিশন। ১৪ বছর কেটে গিয়েছে, কিন্তু এখনও ফলপ্রকাশ না হওয়ায় উদ্বিগ্ন চাকরিপ্রার্থীরা। এই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়।

এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সময় বেঁধে ফলপ্রকাশের নির্দেশ দিয়েছিল। কলকাতা হাই কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাকি মাত্র দু’দিন! মঙ্গলবার বিচারপতি অমৃতা সিংহ নির্দেশে জানান, আগামী তিন দিনের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে ফলপ্রকাশ করতে হবে।

কমিশন গ্ৰুপ ডি-তে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আবারও হাই কোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। হাফিজুল হক-সহ কয়েক জন চাকরিপ্রার্থী হাই কোর্টের মামলা করেন। তাঁদের বক্তব্য, গত ৫ অগস্ট নতুন করে নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। অথচ আদালতের আগের নির্দেশ মেনে এখনও পর্যন্ত ফলপ্রকাশ করা হয়নি।

মামলার শুনানিতে বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, ‘‘একটি পরীক্ষার ফল বার করতে কী ভাবে ১৪ বছর সময় লাগতে পারে?’’ কমিশনের উদ্দেশে বিচারপতির কটাক্ষ, গত ১৪ বছর ধরে পরীক্ষার ফল বার করা গেল না! কারচুপি করতে কি এত সময় লাগে? বিচারপতি সিংহের মন্তব্য, ‘‘তিন হাজার শূন্যপদের জন্য এক লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছেন। সেখান থেকে অনেক টাকা পেয়েছেন। আগে কমিশন ওই ফল বার করুক, তার পরে আদালত তাদের বক্তব্য শুনবে।’’ 

Assistant Professor: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, কোন বিষয়ে জেনেনিন

আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। তার আগেই কমিশনকে ফলপ্রকাশ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১০ সালে গ্ৰুপ ডি-তে তিন হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। ওই বছরই পরীক্ষা হয়। প্রায় এক লক্ষ চাকরিপ্রার্থী ওই পরীক্ষায় বসেছিলেন। 

Assistant Professor: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, কোন বিষয়ে জেনেনিন

Assistant Professor Recruitment শিক্ষক নিয়োগ

সহকারী অধ্যাপক নিয়োগ

Assistant Professor Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ এল। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা অংশ নিতে পারেন।

শূন্যপদ

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিভাগের জন্য এই নিয়োগ। বিভাগে নিয়োগ হবে স্পেশ্যাল লেকচারার পদে। বিজ্ঞপ্তিতে শূন্যপদ বা আবেদনকারীদের বয়ঃসীমার বিষয়ে কিছু জানানো হয়নি। 

ভাতা

সংশ্লিষ্ট বিভাগে স্পেশ্যাল লেকচারাররা সংশ্লিষ্ট বিভাগে যে ক’টি ক্লাস নেবেন, তার ভিত্তিতে এবং প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম মেনে তাঁদের পারিশ্রমিক দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের পদার্থবিদ্যা নিয়ে এমএসসিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, তাঁদের পদার্থবিদ্যায় নেট/ সেট উত্তীর্ণ হওয়াও জরুরি।

নিয়োগ প্রক্রিয়া

এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না। আগামী ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সকাল সাড়ে ১১টার মধ্যে যথাস্থানে উপস্থিত হতে হবে। বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

SSC: এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, জেনেনিন আপডেট

এসএসসি ২৬ হাজার চাকরি53

নিউজ ডেস্ক: এসএসসি (SSC) ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলার শুনানির আবার দিন দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। সুপ্রিমকোর্টে এসএসসি (SSC 2016) 26000 শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ মামলার শুনানির পরবর্তী তারিখ ২৪ সেপ্টেম্বর দেওয়া হল। এই মামলাটির দিকে তাকিয়ে আছে গোটা রাজ্য।

সুপ্রিম কোর্টে SSC 2016 নিয়োগ মামলার শুনানির সম্ভাব্য তারিখ ছিল 10/09/2024। এই মামলার ফের তারিখ দেওয়া হল। সুপ্রিম কোর্টে SSC মামলার পরবর্তী তারিখ 24/09/2024। মামলাটি ওই দিন ১ নম্বরে থাকবে বলে জানা গেছে। বিস্তারিত শুনবে সুপ্রিম কোর্ট।


আগেই স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা তৈরি করে আদালতে জমা করেছে এসএসসি। এই তালিকা অনুযায়ী, চারটি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি ১৪৬১। এই ১৪৬১ চাকরির কোনওটাই সুপারিশ করেনি SSC। ১৪৬১ জনের নাম, রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করে অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করার আবেদন জানিয়েছে এসএসসি। এর পাশাপাশি OMR কারচুপি / বিকৃতি করার তথ্যও আছে।

সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ লিখিতভাবে জানিয়েছে, নিয়োগ ও সুপারিশের মধ্যে যে গরমিল, তার কারণ নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা। পর্ষদ জানিয়েছিল, সঠিক শূন্যপদের তথ্য না থাকার জন্যই বিভ্রান্তি তৈরি হয়েছে। তাতেই একই ভ্যাকান্সিতে একাধিক নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে। একাধিক নিয়োগ হয়েছে। তবে সুপ্রিম কোর্টে আদৌ মধ্যশিক্ষা পর্ষদের এই যুক্তি ধোপে টেকে কিনা, সেদিকে নজর রাখতে হবে।


প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার এসএসসিতে চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। তার আগেই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ৩ অগাস্ট মধ্য শিক্ষা পর্ষদ ৬ পাতার রিপোর্ট জমা দিয়ে দাবি করেছে, মোট ২৫,৮৪৪ জনকে চাকরি দেওয়া হয়েছিল। যার মধ্যে নবম-দশমে ১৩০৫৬। একাদশ-দ্বাদশে সহকারি শিক্ষক পদে চাকরি ৫৭৫৭ দেওয়া হয়েছিল। এছাড়াও গ্রুপ-ডি পদে ৪৫৪৭ ও গ্রুপ-সি পদে ২৪৮৪ জনকে চাকরি দেওয়া হয়েছিল।

সরকারি চাকরি: 50,000 এরও বেশি শূন্যপদে আবেদন করুন, SSC থেকে ভারতীয় রেলে নিয়োগের বিশদ জেনেনিন

সরকারি চাকরি

সরকারি চাকরি

চাকরির খবর: ভারতে সরকারি চাকরি, নিরাপত্তা, স্থিতিশীল আয় এবং পেনশন, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য ভাতার মতো অসংখ্য সুবিধার কারণে অত্যন্ত জনপ্রিয়।  সরকারি চাকরি পাওয়া আসলে মর্যাদাপূর্ণ হিসাবে দেখা হয়, যা সামাজিক মর্যাদা এবং দীর্ঘমেয়াদী কর্মজীবনের বৃদ্ধি প্রদান করে।  2024 সালের সেপ্টেম্বরে, বিভিন্ন এজেন্সি এবং বিভাগ জুড়ে 40 টিরও বেশি বিভিন্ন সরকারি পদ উপলব্ধ রয়েছে, যা বিভিন্ন প্রার্থীদের জন্য চাকরির সুযোগ প্রদান করে।

এসএসসি জিডি নিয়োগ 2024

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) 2025 সালের জন্য কনস্টেবল (জেনারেল ডিউটি) নিয়োগ পরীক্ষার জন্য 5 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঘোষণাটি, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট, ssc.gov.in-এ উপলব্ধ। কনস্টেবলের পদে নিয়োগ দেওয়া হবে। মোট 39,481টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। আবেদন 14 অক্টোবর পর্যন্ত করা যাবে।

ITBP কনস্টেবল নিয়োগ 2024

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) কনস্টেবল নিয়োগের জন্য অনলাইন আবেদনের আমন্ত্রণ জানিয়েছে। প্রার্থীরা ITBP নিয়োগের ওয়েবসাইট, recruitment.itbpolice.nic.in-এর মাধ্যমে 1 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। মোট 819টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য 697টি এবং মহিলাদের জন্য 122টি পদ রয়েছে।  নির্বাচন প্রক্রিয়ার একাধিক ধাপ রয়েছে: একটি শারীরিক দক্ষতা পরীক্ষা (PET), একটি শারীরিক মান পরীক্ষা (PST), একটি লিখিত পরীক্ষা, নথি যাচাইকরণ, এবং একটি বিস্তারিত মেডিকেল পরীক্ষা (DME)/রিভিউ মেডিকেল পরীক্ষা (RME)।

ভারতীয় নৌবাহিনী এসএসআর মেডিকেল সহকারী নিয়োগ 2024

ভারতীয় নৌবাহিনী সিনিয়র সেকেন্ডারি রিক্রুট (এসএসআর) মেডিকেল সহকারী পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে।  যোগ্য অবিবাহিত প্রার্থীরা যারা পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা নিয়ে দ্বাদশ শ্রেণী পাশ করেছেন এবং বয়সের মানদণ্ড পূরণ করেছেন, তারা 7 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত joinindiannavy.gov.in-এ অনলাইনে আবেদন করতে পারেন।  নির্বাচিত প্রার্থীরা প্রশিক্ষণের সময় একটি উপবৃত্তি এবং প্রশিক্ষণের সময়কালের পরে ডিফেন্স পে ম্যাট্রিক্স অনুসারে অতিরিক্ত ভাতা সহ বেতন পাবেন।

সিআইএসএফ কনস্টেবল/ফায়ারম্যান নিয়োগ 2024

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) কনস্টেবল/ফায়ার পদে নিয়োগের ঘোষণা দিয়েছে।  যোগ্য পুরুষ প্রার্থীরা cisfrectt.cisf.gov.in-এ 30 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 1,130টি পদে নিয়োগ হবে। আবেদন ফি 100 টাকা, SC, ST, এবং প্রাক্তন-সার্ভিসম্যান বিভাগের জন্য ছাড় আছে।

ভারতীয় রেলওয়ে (RRB) NTPC নিয়োগ 2024

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRBs) নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে (NTPC)  নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। যেখানে মোট 11,558টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তি সহ (CEN 05/2024 এবং CEN 06/2024) অফিসিয়াল RRB এবং রেলওয়ে রিক্রুটমেন্ট কন্ট্রোল বোর্ড (RRCB) ওয়েবসাইটে শীঘ্রই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।  RRB NTPC 2024-এর অধীনে স্নাতক-স্তরের পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া 14 সেপ্টেম্বর শুরু হবে এবং 13 অক্টোবর পর্যন্ত খোলা থাকবে।

Govt Jobs: Apply for 50,000+ Vacancies, recruitment details from SSC to Indian Railways and more

একনজরে দেখেনিন –

SSC GD Recruitment 2024: 39,481RRB
NTPC Recruitment 2024: (begins on Sep 14)11,588
ITBP Constable Recruitment 2024: 819
Indian Navy SSR Medical Assistant Recruitment 2024: To be notified
CISF Constable/Firemen Recruitment 2024: 1,130

আরজিকর: আগে সরকার আমাদের দাবি মানুক! সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অনড় জুনিয়র ডাক্তাররা, স্বাস্থ্য ভবন অভিযানের ডাক

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় আরজিকর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় আরজিকর

নিউজ ডেস্ক:  আরজিকর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে জুনিয়র চিকিৎসকদের। যদিও সুপ্রিম কোর্টের শুনানির পর হতাশ, আগে সরকার আমাদের দাবি মানুক! মুখ খুললেন জুনিয়র ডাক্তার-রা।  আগামিকাল বেলা বারোটায় করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা।

সোমবার রাতে জুনিয়র চিকিৎসকরা সাংবাদিক বৈঠকে জানান, ”আজ সুপ্রিম কোর্টের শুনানির পর আমরা হতাশ। সিবিআই তদন্তে কোনও অগ্রগতি হয়নি। শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্যব্যবস্থার অংশ নয়। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ফলে স্বাস্থ্যব্যবস্থা যদি ভেঙে পড়ে, তবে তা রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে যথেষ্ট সংখ্যায় সিনিয়র ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মীর অভাবের দিকে ইঙ্গিত করছে। পুলিশি গাফিলতির ব্যাপারে কোনও পদক্ষেপ করা হয়নি। স্বাস্থ্য দুর্নীতির বিষয়েও বাস্তবে কোনও পদক্ষেপ হয়নি। সন্দীপ ঘোষ, অভিক দে বা বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করা অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো হল।”

জুনিয়র চিকিৎসকদের দাবি, ”আমরা রাজ্য সরকারের কাছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়ার দাবি জানাতে পারি। ডাক্তারদের জন্য আলাদা রেস্টরুম, শৌচালয় থাকতে হবে। প্রত্যেকটি রেস্টরুমের বাইরে নিরাপত্তা রক্ষী, সিসিটিভি থাকতে হবে। ওয়ার্ড এবং OT-র বাইরেও যথাযথ নিরাপত্তা-ব্যবস্থার কথা আমরা বলেছি। ২৩ জনের মৃত্যুর জন্য জুনিয়র ডাক্তারদের ‘দায়ী’ করা হচ্ছে। কিন্তু প্রত্যেকদিন সঠিক ‘রেফারেল সিস্টেম’-এর অভাবে কতজন রোগীদের ভোগান্তির শিকার হতে হয়, তা সরকার জানে না।শুধু বড় বড় ভবন তৈরি করলে স্বাস্থ্যপরিষেবা তৈরি করা যায় না। জেলার মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে যদি সরকার এতই ভাবুক হয়, তাহলে কেন জেলায় স্বাস্থ্য পরিষেবার উন্নতি হচ্ছে না?”

জুনিয়র চিকিৎসকরা আরও বলেন, ”আমাদের কাছে খবর আছে,আরজি কর হাসপাতালের উপরতলায় যে ঘর ভাঙ্গা হয়েছে, সেই নোটিশে সই করেছিলেন স্বাস্থ্য সচিব,স্বাস্থ্য অধিকর্তা।” আগামিকাল বেলা বারোটায় করুণাময়ী থেকে আমরা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা। পুলিশ কমিশনারকে অব্যাহতি নিতে হবে। ডিসি সেন্ট্রাল-এর বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করতে হবে। গণতান্ত্রিকভাবে প্রত্যেকটি কলেজে নির্বাচন করাক সরকার।”

DA News: সরকারি কর্মীদের জন্য বড় খবর, ডিএ বৃদ্ধি নিয়ে এল বড় খবর, বকেয়া মহার্ঘ ভাতা কি দেওয়া হবে?

DA News মহার্ঘ ভাতা

DA News মহার্ঘ ভাতা

DA News: ইউনিফাইড পেনশন স্কিমের (UPS) পর এই মাসে আরও একটি সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। মিডিয়া রিপোর্ট অনুসারে, কেন্দ্রীয় সরকার শীঘ্রই এই মাসে কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা ঘোষণা করতে পারে। আগে রিপোর্টে বলা হচ্ছিল যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সরকার ডিএ বাড়ানোর ঘোষণা দেবে, তবে খবর আসছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে।

ডিএ বৃদ্ধির ঘোষণার জন্য অপেক্ষারত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আশাবাদী যে তারা সরকারের কাছ থেকে একটি দুর্দান্ত উপহার পেতে পারে।

DA বৃদ্ধির ঘোষণা কবে হতে পারে?

মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে সরকার হরিয়ানা বিধানসভা নির্বাচনের তারিখের কাছাকাছি ডিএ বৃদ্ধির ঘোষণা ঘোষণা করতে পারে। হরিয়ানায় ৫ অক্টোবর নির্বাচন হওয়ার কথা। আমরা যদি গত কয়েক বছরের প্রবণতা দেখি, প্রতি বছর দীপাবলির এক সপ্তাহ বা পাক্ষিক আগে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়, তবে এবার এটি কিছুটা আগে ঘোষণা করা হতে পারে।

এ বার ডিএ কত শতাংশ বাড়বে?

কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। এই কারণে, কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ 4% পর্যন্ত বাড়তে পারে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বরে ডিএ 3% বাড়বে বলে আশা করা হচ্ছে, তবে এটি 4% হতে পারে। অক্টোবরের প্রথম দিকে রাজ্য বিধানসভা নির্বাচন না হলে, ডিএ বৃদ্ধি সম্ভবত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হত।

2024 সালের মার্চ মাসে ডিএ এবং ডিআর-এ 4% বৃদ্ধি পেয়েছিল

কেন্দ্রীয় সরকার সর্বশেষ 2024 সালের মার্চ মাসে মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ্যতা ত্রাণ (ডিআর) বাড়িয়েছিল। DA 4% বৃদ্ধি করা হয়েছিল, যা এটিকে মূল বেতনের 50% করেছে। পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ (ডিআর)ও 4% বৃদ্ধি করা হয়েছে। সাধারণত, কেন্দ্রীয় সরকার দীপাবলিকে ঘিরে ডিএ বৃদ্ধির ঘোষণা করে। যদি আমরা জানুয়ারী চক্রের কথা বলি, ডিএ বৃদ্ধি প্রায়ই হোলির সময় মার্চ মাসে ঘোষণা করা হয়।

ডিএ বকেয়া কখন প্রাপ্ত হবে?

যদি সেপ্টেম্বরের শেষে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়, তাহলে কর্মচারী এবং পেনশনভোগীরা অক্টোবর মাসের জন্য বেতন/পেনশন বৃদ্ধি দেখতে পাবেন। এর মানে হল যে কর্মচারীরা জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত 3 মাসের জন্য বকেয়া পেতে পারেন।

ডিএ কমপক্ষে 3% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে

জুলাই-ডিসেম্বর 2024 সময়ের জন্য কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ডিএ কমপক্ষে 3% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) এর ভিত্তিতে, ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন বাড়বে। এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আশা করা হচ্ছে যে সরকার শীঘ্রই ডিএ বৃদ্ধির ঘোষণা দেবে।

ডিএ এবং ডিআর এর মধ্যে পার্থক্য

ডিএ (মহার্ঘ্য ভাতা) এবং ডিআর (মহার্ঘতা ত্রাণ) এর মধ্যে পার্থক্য কী? এটা বোঝা খুবই জরুরী। মহার্ঘ ভাতা (DA) কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের দেওয়া হয় যখন মহার্ঘ ত্রাণ (DR) পেনশনভোগীদের দেওয়া হয়। এর উদ্দেশ্য হল মূল্যস্ফীতির ক্রমবর্ধমান প্রভাব হ্রাস করা। কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুবার DA এবং DR বাড়ায় – জানুয়ারি এবং জুলাই মাসে DA এবং DR বৃদ্ধি সাধারণত মার্চ এবং অক্টোবরের শুরুতে ঘোষণা করা হয়।

কোভিড-১৯ এর সময় কি মুলতুবি ডিএ বকেয়া পাওয়া যাবে?

সংসদের সাম্প্রতিক বর্ষা অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর একটি বিবৃতি অনুসারে, COVID-19 মহামারী চলাকালীন সরকার কর্তৃক 18 মাসের ডিএ এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর) বকেয়া মুক্তির কোন সম্ভাবনা নেই। সরকার 1 জানুয়ারী, 2020, 1 জুলাই, 2020 এবং 1 জানুয়ারী, 2021 থেকে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের DA/DR-এর তিনটি কিস্তি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কোভিড-১৯ মহামারী চলাকালীন অর্থনৈতিক ব্যবস্থার ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই প্রতিক্রিয়ার সাথে কেন্দ্রীয় কর্মচারীদের কোভিড-১৯ (COVID-19 DA বকেয়া) চলাকালীন ডিএ বকেয়া পাওয়ার আশা কমে গেছে।

শিক্ষক নিয়োগ: শিক্ষক নিয়োগ করবে বিশ্বভারতীর পাঠভবন, প্রতি মাসে ১২ হাজার টাকা

PhD Admission

শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগ: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। অতিথি শিক্ষক নিয়োগ করবে বিশ্বভারতীর পাঠভবন। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

বিষয় ও শূন্যপদ

চারটি বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। জীবনবিজ্ঞান, রাশিবিজ্ঞান, হিন্দি, অর্থনীতি বিষয়ে শিক্ষকতার করার সুযোগ রয়েছে। প্রতিটি বিভাগেই একজন করে শিক্ষক নিয়োগ করা হবে।

বেতন

প্রতি মাসে ১২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। হিন্দি ছাড়া বাকি বিষয়গুলির ক্ষেত্রে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট) উত্তীর্ণ হওয়া দরকার। হিন্দির ক্ষেত্রে বিএড ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 

বয়স

সব ক’টি পদে আবেদনের জন্য প্রয়োজনীয় বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী চাকরি প্রার্থীরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘কেরিয়ার’ বিভাগে গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ সেপ্টেম্বর। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।