Home Blog Page 103

Assistant Professor: অতিথি শিক্ষক নিয়োগ করবে রাজ্যের বিশ্ববিদ্যালয়, আগ্রহী প্রার্থীরা এইভাবে আবেদন করুন

Assistant Professor Recruitment

Assistant Professor Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। হিন্দি নিয়ে পড়াশোনা করছেন? অতিথি শিক্ষক নিয়োগ করবে মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)। এই মর্মে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রতিষ্ঠানের লিঙ্গুইস্টিক্স বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

বিষয়

অতিথি শিক্ষক নিয়োগ পদে নিয়োগ দেওয়া হবে। হিন্দি পড়ানোর জন্য নিয়োগ করা হবে কর্মী। প্রতিষ্ঠানের লিঙ্গুইস্টিক্স বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

বেতন

প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী চাকরি প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ স্টেট এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকলে এবং শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

‘এতে কোনও সমস্যা হবে না…’, টানা কাউন্সেলিং নিয়ে মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, জানালেন এই কথা

আবেদন প্রক্রিয়া

আগ্রহী চাকরি প্রার্থীকে প্রথমে ম্যাকাউট-এর makautwb.ac.in এই ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি মেল করতে হবে। আবেদন প্রক্রিয়া শেষের পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে বাছাই করা প্রার্থীদের। বিস্তারিত তথ্য জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

Holiday List: অনেক ছুটি অক্টোবর মাসে…! কবে কবে বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অফিস? দেখে নিন তারিখ-সহ ছুটির তালিকা

ছুটি ঘোষণা নবান্ন পশ্চিমবঙ্গ

অক্টোবর মাসে ছুটির তালিকা: সেপ্টেম্বর মাস শেষ হতে চলল। সামনেই উৎসবের মাস অক্টোবর। এই মাসে অনেক দিন ছুটি! কবে কবে বন্ধ থাকবে রাজ্যের স্কুল, কলেজ? ছাত্র ছাত্রী ও অভিভাবকদের এবার অক্টোবর মাসটিও কাটতে চলেছে বিশেষ বিশেষ দিন নিয়ে ভরপুর মজাদার ছুটির। দেখে নিন তারিখ-সহ ছুটির সম্পূর্ণ তালিকা।

২রা অক্টোবর মহাত্মা গান্ধির জন্মদিন থেকে শুরু করে শারদীয় নবরাত্রি, দশমী বা দশেরা, করভা চৌথ থেকে দীপাবলির মতো বিশেষ বিশেষ দিন রয়েছে অক্টোবর মাসে। ফলে উৎসব উপলক্ষে থাকছে সরকারি ছুটিও।

আগামী ২ অক্টোবর সোমবার সরকারি ছুটি থাকবে। এই দিনটি মহাত্মা গান্ধির জন্মজয়ন্তী পালিত হয় দেশ জুড়ে। অর্থাৎ গান্ধি জয়ন্তীর দিনে এদিন সারা দেশে স্কুল, কলেজ, অফিস এবং ব্যাঙ্ক বন্ধ থাকবে।




পাবলিক হলিডে হিসেবে ৬ অক্টোবর রবিবার সরকারি ছুটির দিন এবং সেই কারণে স্বাভাবিক ভাবেই বন্ধ স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠানগুলি। বন্ধ থাকবে সরকারি অফিসও। ৫ অক্টোবর শনিবার বলে ওইদিন সরকারি অফিস এমনিতেই বন্ধ থাকবে।

৭ অক্টোবর থেকে এই রাজ্যে পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার দুর্গাপুজোর মহা সপ্তমী। এই উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। ছুটি থাকবে এই রাজ্যের সরকারি স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। পুজোর ছুটি চলবে টানা ১৮ অক্টোবর পর্যন্ত।




২০ অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে। আর তাই বন্ধ যাবতীয় স্কুল-অফিস-কাছারি। মঙ্গলবার, ২৯ অক্টোবর কালীপুজো ও দীপাবলি উপলক্ষে থাকছে ঐচ্ছিক ছুটি। বুধবার, ৩০ অক্টোবরও দিওয়ালির অধীনে রয়েছে আরও একটি ঐচ্ছিক ছুটি। নরক চতুর্দশী ও দীপাবলি উপলক্ষে ৩১ অক্টোবর বৃহস্পতিবারও ছুটি থাকবে বিভিন্ন রাজ্য। আসলে সরকারি ছুটি রাজ্য ভেদে কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়। সেক্ষেত্রে তালিকা দেখে নিতে হবে।




‘এতে কোনও সমস্যা হবে না…’, টানা কাউন্সেলিং নিয়ে মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, জানালেন এই কথা

স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ

এসএসসি সিদ্ধার্থ মজুমদার: উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া পুজোর আগেই শুরু হবে। দীর্ঘ আট বছরের অপেক্ষা অবশেষে অবসান হতে চলেছে। উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের নিয়োগ এবার সম্পন্ন হতে চলেছে। শুক্রবার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। পুজোর আগেই, ৩ এবং ৪ অক্টোবর হবে প্রথম দু’দফার কাউন্সেলিং। পুজোর পরে আরও চার দফা কাউন্সেলিং হবে। কাউন্সেলিংয়ের পরবর্তী দিনগুলি হল, ২৪, ২৫, ২৮ এবং ২৯ অক্টোবর।

এসএসসি সূত্রে জানা গেছে, কাউন্সেলিংয়ের মাধ্যমে
স্কুল বাছাইয়ের পরই চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগের সুপারিশপত্র তুলে দেওয়া হবে। এই সুপারিশপত্রের
ভিত্তিতে নিয়োগপত্র দেবে নির্দিষ্ট স্কুল।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর আগে গত ২৮ আগস্ট কমিশনকে মেধাতালিকা প্রকাশ ও তার চার সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল। এই সময়সীমা অবশ্য মানা সম্ভব হচ্ছে না এসএসসির পক্ষে। এ প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘এতে কোনও সমস্যা হবে না।কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। কাউন্সেলিংও শুরু হচ্ছে। মাঝে পুজোর ছুটি পড়ে যাচ্ছে। তার মধ্যে কাউন্সেলিং সম্ভব নয়। ছুটির পরেই টানা কাউন্সেলিং করা হবে।’

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের স্কুলগুলিতে পুজোর ছুটি শুরু হচ্ছে ৭ অক্টোবর, সোমবার থেকে। ৫ অক্টোবর শনিবারই তার আগে শেষ স্কুল । সেক্ষেত্রে ৩ এবং ৪ অক্টোবর, যে ২৫৪ জন চাকরির সুপারিশপত্র পাচ্ছেন তাঁদের মধ্যে অনেকেরই চাকরিতে জয়েন’ করার সম্ভাবনা রয়েছে।

মেধাতালিকা প্রকাশের এক মাসের মধ্যেই ছয় দফায় কাউন্সেলিং সম্পন্ন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ৪ অক্টোবর বাদে অনান্য দিনের কাউন্সেলিং শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। ৪ অক্টোবরের কাউন্সেলিং হবে দুপুর ২ টো থেকে। পার্শ্ব শিক্ষকদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত রাখা থাকছে। এই ছ’দিনে সব মিলিয়ে সাড়ে ছ’শোর কিছু বেশি প্রার্থীদের হিন্দি, তেলুগু, উর্দু, নেপালি এবং ইংরেজি মাধ্যমের স্কুলগুলিতে বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, হিন্দি, উর্দু, আরবি, জীবনবিজ্ঞান ও ইংরেজি বিষয়ে শিক্ষক হিসেবে নিয়োগের কাউন্সেলিং হবে। এর মধ্যে মাত্র দুটি বাংলা মাধ্যম স্কুলে আরবি ও হিন্দির শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হবে।

SSC: অক্টোবর মাস জুড়ে প্রথম দফার কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ, আদালত অবমাননার মুখে এসএসসি?

এসএসসি SSC শিক্ষক

এসএসসি কাউন্সেলিং: আদালতের নির্দেশের পরে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। এবার কাউন্সেলিং সম্পর্কিত নোটিশ দেওয়া হল। পুজোর আগেই এল সুখবর! উচ্চ প্রাথমিকে নিয়োগে কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করল এসএসসি।  কবে থেকে শুরু হবে কাউন্সেলিং, কতদিন চলবে? শুক্রবার বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানাল এসএসসি। বুধবার প্রকাশিত প্যানেল থেকে নিয়োগ হবে মোট ১৪ হাজার ৫২ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে।

পুজোর আগেই শুরু হচ্ছে কাউন্সেলিং। আগামী ৩  অক্টোবর থেকে কাউন্সেলিং হবে। পুজোর আগে দুদিন হবে কাউন্সেলিং। তার পর আবার অক্টোবরের শেষ সপ্তাহে। স্কুল সার্ভিস কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে, ৩ ও ৪ অক্টোবর অর্থাৎ পুজোর আগে দুদিন হবে কাউন্সেলিং। তার পর আবার পুজোর পর চার দিন হবে কাউন্সেলিং – ২৪,২৫, ২৮ ও ২৯ অক্টোবর। তার পর শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। কাউন্সেলিংয়ে অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হবে। 

এসএসসির দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রথম দফার কাউন্সেলিং হবে। প্রথম দিন হচ্ছে ইংরেজি, হিন্দি, তেলুগু এবং উর্দু মাধ্যমের পিওর সায়েন্স বিষয়গুলির কাউন্সেলিং। ওইদিন ১৪৪ জন প্রার্থীর কাউন্সেলিং হবে। এছাড়া, ২৯ অক্টোবর পর্যন্ত যে কাউন্সেলিংগুলি হবে, তার মধ্যে একদিন শুধু বাংলা মাধ্যমের কাউন্সেলিং রয়েছে। সেটা ২৫ অক্টোবর বাংলা মাধ্যমে আরবি বিষয়ের কাউন্সেলিং। বাংলা মাধ্যমের বাকি বিষয়গুলির কাউন্সেলিংয়ের দিনক্ষণ পরে ঘোষণা করবে এসএসসি।

স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, ১ অক্টোবরের মধ্যে কাউন্সেলিংয়ের ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে হবে প্রার্থীদের। কমিশনের ওয়েবসাইটে স্কুলভিত্তিক শূন্যপদের হিসেবও দেওয়া হবে সেদিন থেকেই। শূন্যপদ অনুযায়ী পছন্দের স্কুল কাউন্সেলিংয়ে বেছে নিতে পারবেন প্রার্থীরা। যদিও চাকরি প্রার্থীদের অভিযোগ অত্যন্ত ধীর গতিতে কাউন্সেলিং প্রক্রিয়া পরিচালিত করছে এসএসসি। আদালত নির্দেশ দিয়েছিল চার সপ্তাহের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তবে এসএসসির নোটিশ দেখে বোঝা যাচ্ছে চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে না। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে আদালত অবমাননার মুখে পড়বে নাতো এসএসসি?

আদালতের নির্দেশকে মান্যতা দিতে হলে এসএসসিকে বিজ্ঞপ্তি প্রকাশের চার সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৫২ জনের কাউন্সেলিং করতে হতো। কিন্তু পুজোর আগে দু’টি দিন মাত্র ৫০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং করছে এসএসসি। আর দুর্গা পুজোর পর বাকি তিন দিনে ৭০০ থেকে ৮০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং হবে। এই নিয়ে আশাহত হবু শিক্ষকরা।

পুজোর আগে ৬০০০ টাকা বাড়ল রাজ্যের এই সরকারি কর্মীদের বেতন, পুজোর আগেই মুখে হাসি, পকেট ভারী!

ভাতা বৃদ্ধি Lakshmir Bhandar লক্ষীর ভান্ডার

বেতন বৃদ্ধি: পুজোর আগে ৬০০০ টাকা বেতন বাড়ল রাজ্য সরকারি কর্মীদের একাংশের। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। রিপোর্ট অনুযায়ী, কণ্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন সংশোধন করা হয়েছে।

গত ২০২০ সালের ১৬ অক্টোবরের নোটিফিকেশন জারি করা হয়েছিল। সেই নোটিফিকেশনের অধীনে যে সকল কর্মীরা অন্তর্ভুক্ত নন, তাঁদের এই বেতন বাড়ছে বলে জানিয়েছে সরকার।

রিপোর্ট অনুযায়ী, কণ্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্ট, ডেটা ম্যানেজার, এবং অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজারের বেতন বাড়ছে। ওদিকে রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরের বেতন বৃদ্ধি পাচ্ছে।  সেই নির্দেশিকায় ইতিমধ্যেই রাজ্যপাসই করেছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কণ্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্টের মাসিক ন্যূনতম বেতন বেড়ে হচ্ছে ২১ হাজার টাকা। এর আগে তা ছিল ১৫ হাজার টাকা। অর্থাৎ পুজোর আগে এই কর্মীদের বেতন একলাফে ৬ হাজার টাকা বেড়েছে। কণ্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা ডেটা ম্যানেজারের বেতন বেড়ে হচ্ছে ১৬ হাজার টাকা। এর আগে তা ছিল ১১ হাজার টাকা। অর্থাৎ পুজোর আগে এই কর্মীদের বেতন একলাফে ৫ হাজার টাকা বেড়েছে। এদিকে অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজারের বেতন ১২ হাজার টাকা থেকে ৪ হাজার বেড়ে ১৬ হাজার হচ্ছে।  

রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্টের মাসিক বেতন আগে ছিল ১৫ হাজার টাকা। এবার থেকে সেই ন্যূনতম বেতন ৬ হাজার টাকা বাড়ছে। অর্থাৎ, এখন থেকে তাঁদের মাসিক বেতন হবে ২১ হাজার টাকা। অপরদিকে রূপশ্রীর অধীনে থাকা ডেটা এন্ট্রি অপারেটরের মাসিক বেতন বেড়ে হয়েছে ১৬ হাজার টাকা। এর আগে সেই বেতন ছিল ১১ হাজার টাকা। এবার তা একলাফে ৫ হাজার টাকা বেড়েছে।  
সকরারি নথি অনুযায়ী, যে সকল কর্মীরা ২১ হাজার বেতনে কাজে ঢুকবেন, তাঁদের অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট হবে ৮০০ টাকা। পাঁচবছর চাকরি সম্পন্ন করলে সেই পরিমাণ বাড়বে। নিয়োগের থেকে ১০ বছর হয়ে গেলে তখন তাঁদের বেন হবে ৩২ হাজার টাকা। তখন বাৎসরিক এনহ্যান্সমেন্ট হবে ১০০০ টাকা। এবং ১৫ বছর পর এই কর্মীদের বেতন হবে ৪০ হাজার টাকা। অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট হবে ১২০০ টাকা করে।  

এই কারণে খুন করে ৫৯ টুকরো কেটে ফ্রিজে রাখা হয়েছিল! বেঙ্গালুরু কাণ্ডে মায়ের কাছে অভিযুক্তের স্বীকারোক্তি

যুবতীর টুকরো টুকরো দেহ

নিউজ ডেস্ক: বেঙ্গালুরুতে এক মহিলার টুকরো টুকরো মৃতদেহ একটি ফ্রিজে পাওয়া গিয়েছে। এই ঘটনার মুল অভিযুক্ত, মুক্তি রঞ্জন রাই তার মাকে বলেছিলেন যে তিনি মহালক্ষ্মীকে ভালোবাসতেন, কিন্তু মহালক্ষ্মী অপহরণের মামলায় জড়ানোর হুমকি দিয়েছিলেন, ওডিশা পুলিশ সূত্র এই খবর সামনে এসেছে। মুক্তি রঞ্জন রাই আত্মহত্যা করেছেন। আত্মহত্যার একদিন আগে তার মাকে অপরাধের কথা বলেছিলেন।

বেঙ্গালুরুর ভ্যালিকাভালের একটি ফ্ল্যাট থেকে মহালক্ষ্মীর দেহ উদ্ধারের চার দিন পর ২৫ সেপ্টেম্বর ওড়িশার ভদ্রক জেলার একটি গাছে মুক্তি রঞ্জনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মহালক্ষ্মীর মৃতদেহ ৫৯ টুকরো করে কেটে ফ্রিজে রাখা অবস্থায় পাওয়া যায়। ২৯ বছর বয়সী ওই তরুণী বিবাহিত হলেও স্বামীর থেকে আলাদা থাকছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মহালক্ষ্মীকে হত্যা করার পর, মুক্তি রঞ্জন প্রায় তিন বছর পর ওড়িশায় তার বাড়িতে যান এবং তার মায়ের কাছে অপরাধের কথা স্বীকার করেন। রাই তার মায়ের কাছে গিয়ে কাঁদেন এবং বলেন তিনি মহালক্ষ্মীকে হত্যা করেছেন। তিনি আরও বলেছিলেন যে তিনি মহালক্ষ্মীর জন্য প্রচুর অর্থ ব্যয় করেছেন, তবে তার আচরণ তার প্রতি ভাল ছিল না।রাই ওডিশা পুলিশের কাছে ঘটনাস্থলে পাওয়া কথিত সুইসাইড নোটে অপরাধের কথাও স্বীকার করেছে।

বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, মহালক্ষ্মী এবং মুক্তি রঞ্জন বেঙ্গালুরুর একটি মলে কাজ করেন এবং বন্ধু হয়ে ওঠেন। এরপর তারা সম্পর্কে জড়ান। পরে, মহালক্ষ্মী তাকে বিয়ে করার জন্য মুক্তি রঞ্জনকে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ এবং এই বিষয়টি তাদের মধ্যে ক্রমাগত তর্কের দিকে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, “মহালক্ষ্মী মুক্তি রঞ্জনকে তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল বলে অভিযোগ। রঞ্জন, যিনি বদমেজাজি ছিলেন, মহালক্ষ্মীকে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করে।” পুলিশ জানায়, ২-৩ সেপ্টেম্বরের মধ্যে মহালক্ষ্মীকে খুন করা হয়। ২১ সেপ্টেম্বর তার মা তার লাশ খুঁজে পান।

BIG NEWS: আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ দিল এসএসসি, দেখেনিন এক ক্লিকেই

এসএসসি SSC শিক্ষক

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ: কলকাতা হাইকোর্টের ছাড়পত্র মিলেছে, সুপ্রিম কোর্টও প্যানেল প্রকাশে বাঁধা হয়ে দাঁড়ায়নি। এই অবস্থায় উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ হয়েছে। ১৪ হাজার ৫২টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। অফিসিয়াল ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করেছে এসএসসি। এবার কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ দিল এসএসসি। অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশ দেওয়া হয়েছে।

এসএসসি নোটিশ দিয়ে জানিয়েছে ১ অক্টোবর থেকে কাউন্সেলিংয়ের জন্য চিঠি ডাউনলোড করতে পারবেন উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। ৩ অক্টোবর থেকে শুরু কাউন্সেলিং। পুজোর আগে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং হবে ৩ ও ৪ অক্টোবর। এই দুদিন প্রায় দুশোরও বেশি সফল চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন।

১৪০০০-এরও বেশি শূন্যপদ থাকলেও প্রায় ১৩৯৫০ জনের নামের মেধাতালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আসলে বেশ কয়েকটি বিষয়ে উপযুক্ত সংরক্ষিত প্রার্থী না পাওয়া যাওয়ায় শূন্যপদের থেকে মেধাতালিকায় থাকা প্রার্থীর সংখ্যা কম। নোটিশ দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

এর আগে দু’বার মেধা তালিকা প্রকাশ হলেও দুর্নীতির অভিযোগে বাতিল হয়। দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি নিয়ে মামলা চলে। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগের ছাড়পত্র দেয়। তবে আদালত বলে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে।

আদালত জানিয়েছিল চার সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে। তার চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করিয়ে নিয়োগ করাতে হবে। আদালতের নির্দেশে তৃতীয়বার তালিকা প্রকাশ করল এসএসসি। এবার কাউন্সেলিংয়ের নোটিশ দেওয়া হল। 




মোট ৮ হাজার ৯৫০ জন প্রার্থীর নাম রয়েছে মেধাতালিকায়। শিক্ষাগত এবং জাতিগত শংসাপত্রের গরমিলে ৯৬ জন প্রার্থীর নাম বাদ গিয়েছে বলে খবর। সেই সঙ্গে এই তালিকায় ১০ জন প্রার্থীর নাম যুক্ত হয়েছে, যাঁরা  ব্যক্তিগতভাবে হাইকোর্টের রায় পেয়েছিলেন। বাকি প্রার্থীরা রয়েছেন ওয়েটিং লিস্টে। মোট প্রার্থী যেহেতু ১৪ হাজার ৬২ জন, তাই প্রায় ৫০০০ জন ওয়েটিং লিস্টে রয়েছেন। তবে এই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের বেশিরভাগই চাকরি পেয়ে যাবেন, কারণ সংরক্ষিত প্রার্থীদের অনেকেই দুই বা তার বেশি ক্যাটাগরিতে জায়গা দখল করে আছেন।

Upper Primary Counselling notice

 

পুজোর ছুটির আগেই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি দেওয়া হল। শুক্রবারই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। পুজোর আগেই প্রথম দফার কাউন্সেলিং করবে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, পার্শ্ব-শিক্ষকদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত আছে। সেটা বাদ দিয়েই প্যানেল প্রকাশ করা হয়। 




প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় এক দশক আগে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। মেধাতালিকা প্রকাশিত হলেও দুর্নীতির অভিযোগ ওঠায় দীর্ঘদিন আইনি জটে আটকে ছিল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া (প্রথম এসএলএলটি, ২০১৬ সাল, আপার প্রাইমারি)। যদিও চলতি বছরের ২৮ অগস্ট কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে চার সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করতে হবে। মেধাতালিকায় মোট ১৪,০৫২ জন প্রার্থীর নাম রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনেই মেধাতালিকা প্রকাশ করা হলো।

Notice (Ref:Initial Schedule of counseling) in c/w 1st SLST-2016, Upper Primary Level of Classes (excluding 10%para-teachers).      

Click here to view the Notice.     




Police Recruitment: পুজোর আগেই রাজ্যে ১২ হাজার পুলিশ নিয়োগের ঘোষণা মমতার, জেনেনিন বিস্তারিত

ভাতা বৃদ্ধি Lakshmir Bhandar লক্ষীর ভান্ডার

পুলিশ নিয়োগ: খুব ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। হাজার হাজার নিয়োগ হবে পুলিশে, শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য। পুজোর আগেই এল খুশির খবর। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত মেগা বৈঠকের পর একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে ১২ হাজার শূন্যপদে পুলিশ নিয়োগ করা হবে বলে জানা গেছে।

রাজ্যে একাধিক থানা তৈরি করা হয়েছে। সেই সব থানার জন্য অতিরিক্ত পুলিশকর্মীর প্রয়োজন হবে। সেই পুলিশকর্মী নিয়োগ করা হবে নতুন নিয়োগ প্রক্রিয়ায়। আগামী সোমবার এই সংক্রান্ত সরকারি অর্ডার প্রকাশ হতে পারে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই নিয়োগ নিয়ে কিছু মামলা চলছে। সেই নিয়োগ সংক্রান্ত কিছু জট কেটে গেলে তবেই নিয়োগের কাজ শুরু হবে বলে খবর। 

রাজ্য পুলিশের নিয়োগের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে, রাজ্য ও কলকাতা পুলিশের কোন কোন বিভাগে নিয়োগ করা হবে, সে ব্যাপার বিস্তারিত কিছু জানাননি তিনি। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ বললেই আজ নিরাপত্তা দিতে পারব না। যা আছে, আপাতত তা থেকে ভাগ করে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে, অডিট করে দেওয়া হচ্ছে। এই তো পুলিশে ১২ হাজার নিযুক্তি আটকে ছিল। এখনও অর্ডার আসেনি, সম্ভবত সোমবার আসবে। ১২০০০ সংখ্যাটা কম নয়। পুলিশে নিয়োগ করতে সময় লাগে। তাও আমি বলেছি, বেশি সময় না নিতে। ডাক্তারদের যেমন আমি অনুমোদন দিয়েছি, PGTরা পড়াশোনাও করবেন, চিকিৎসাও করবেন। তেমনই এরা পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংও নেবে।” 

প্রধান শিক্ষক নিয়োগ: রাজ্যের স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বড় মন্তব্য চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের

Assistant Professor Recruitment শিক্ষক নিয়োগ

প্রধান শিক্ষক নিয়োগ: আদালতের নির্দেশ মেনে গতকালই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এবার প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুললেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। জানালেন, নয়া বিল পাস হলেই প্রধানশিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। সেক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি ‘এ’ ‘বি’ রাও পাবেন সুযোগ। বুধবার ‘পুবের কলম’কে এই তথ্য জানালেন সিদ্ধার্থবাবু।

২০১৭ সালের রাজ্যের হাইস্কুলগুলোতে প্রধানশিক্ষক নিয়োগ হয় দেড় হাজারের মতো। তার পর থেকে আর প্রধান শিক্ষক নিয়োগ করা হয়নি। সুত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে ৩ হাজার ৫০০ পদে বেশি প্রধানশিক্ষক পদ খালি রয়েছে। বিভিন্ন শিক্ষক সংগঠন দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের জন্য দাবি জানাচ্ছেন। প্রধান শিক্ষকের অভাবে ব্যাহত হচ্ছে পঠন-পাঠন।

এর আগে রাজ্যের সমস্ত স্কুলে প্রধানশিক্ষক নিয়োগ জেনারেল ক্যাটাগরিতে হত। আগের নিয়োগে কোনও সংরক্ষণ নীতি মানা হত না। শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল, সংরক্ষণ নিয়োগ মেনে স্কুলের প্রধানশিক্ষক নিয়োগ করা হোক। সেই দাবি মেনে প্রধান শিক্ষক নিয়োগ করবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে প্রধানশিক্ষক নিয়োগের নতুন বিধি রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেই বিল পাস হলেই নিয়োগ শুরু হবে। আইন পাস হওয়ার পর স্কুল সার্ভিস কমিশনের দফতরে নির্দেশিকা আসলেই প্রধানশিক্ষক নিয়োগ শুরু হবে বলে জানান এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।




রাজ্যে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলের এক-তৃতীয়াংশ প্রধানশিক্ষক পদই ফাঁকা বলে জানা গেছে। সেক্ষেত্রে সমস্যা হচ্ছে স্কুল চালাতে। ২০১৮ সালের পর স্কুলগুলোয় কোনও প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। রাজ্যে মাধ্যমিক স্কুল আছে ৯ হাজার ৯৭১টি। তার মধ্যে ৩ হাজারের বেশি স্কুলে প্রধানশিক্ষক না থাকায় স্কুলে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।




উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মী: ঝাড়ুদার, সাফাইকর্মীদের দিনে মজুরি বেড়ে হল 783 টাকা, 20,358 হাজার টাকা মাস মাইনে

বেতন মজুরি বৃদ্ধি

মজুরি বৃদ্ধি: উৎসবের মরশুমের আগে কৃষি ও শিল্প ক্ষেত্রে দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বাড়াল নরেন্দ্র মোদী সরকার। ঝাড়ুদার, সাফাইকর্মী, নির্মাণ কর্মী, লোডিং-আনলোডিংয়ের জন্য অদক্ষ মজুরদের জন্য দৈনিক মজুরি বাড়িয়ে করা হল 783 টাকা। অর্থাৎ মাসের মাইনে বেড়ে হল 20,358 টাকা। 

ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে, কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার ভাতা সংশোধন করে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির হার 1,035 টাকা পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করেছে। শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই বৃদ্ধির লক্ষ্য হল কর্মীদের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে মোকাবিলা করতে সহায়তা করা।

শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক (সিপিআই) 2.40-পয়েন্ট বৃদ্ধির কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, “শ্রমিকদের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায় সহায়তা করার লক্ষ্যে এই সমন্বয় করা হয়েছে।”

নতুন ন্যূনতম মজুরি

পুনর্বিবেচনার পরে, ঝাড়ুদার, সাফাইকর্মী, নির্মাণ কর্মী, লোডিং-আনলোডিংয়ের অদক্ষ কাজের জন্য শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির হার হবে 783 টাকা (প্রতি মাসে 20,358 টাকা) এবং আধা-দক্ষ শ্রমিকদের জন্য প্রতিদিন 868 টাকা (প্রতি মাসে 22,568) আবার করণিক, বন্দুক বা আগ্নেয়াস্ত্র ছাড়া নিরাপত্তা রক্ষী প্রমুখের জন্য দৈনিক 954 টাকা (প্রতি মাসে 24,804 টাকা) এবং অত্যন্ত দক্ষ এবং অস্ত্র সহ নিরাপত্তা রক্ষী প্রমুখের জন্য, প্রতিদিন 1,035 টাকা (প্রতি মাসে 26,910 টাকা)।

শিল্প শ্রমিকদের জন্য সিপিআই-এর ছয় মাসের গড় বৃদ্ধির ভিত্তিতে মুদ্রাস্ফীতি অনুযায়ী বছরে দুবার মজুরি সংশোধিত হয়।

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ

এই সপ্তাহের শুরুতে, হাজার হাজার শ্রমিক সারা দেশে বিক্ষোভ করেছে, মজুরি বৃদ্ধির দাবিতে এবং চারটি শ্রম কোড বাতিলের দাবিতে যা তারা বলে যে বহুজাতিক কর্পোরেশনের পক্ষে।

কেন্দ্রীয় সরকার বছরে দুবার VDA সংশোধন করে, 1 এপ্রিল এবং 1 অক্টোবর থেকে কার্যকর, শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচকের ছয় মাসের গড় বৃদ্ধির ভিত্তিতে এটা করা হয়৷

সেক্টর, বিভাগ এবং এলাকা অনুসারে ন্যূনতম মজুরির হার সম্পর্কিত বিশদ তথ্য ভারত সরকারের প্রধান শ্রম কমিশনারের (কেন্দ্রীয়) ওয়েবসাইটে (clc.gov.in) পাওয়া যায়।