BIG NEWS: ওবিসি নিয়ে বিরাট খবর, হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ৭% থেকে বাড়িয়ে ১৭%, ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত রাজ্যের

5218
ছুটি ঘোষণা নবান্ন পশ্চিমবঙ্গ

ওবিসি আপডেট: এবার বড় খবর সামনে এল। ওবিসি রিজার্ভেশন ৭% থেকে বাড়িয়ে ১৭% করা হল। কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার। বিধানসভার অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতি পেশ করবে রাজ্য। এমনটাই নবান্ন সূত্রে জানা গেছে।

আদালতের নির্দেশ মেনেই ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার। চাকরি ও নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত করল রাজ্য। ৭ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হল ওবিসি সংরক্ষণ। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

জানা গেছে, মোট ১৪০টি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হল। এর মধ্যে ৭৬টি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হল। আগে থাকা ৬৬-র মধ্যে ৬৪টি জাতিকে রাখা হয়েছে। বাকি দুটি জাতি নিয়ে এখনও পুনরায় সমীক্ষা চলছে। সমীক্ষার ভিত্তিতে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হল। 

পড়ুন:  ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি বাতিল, ওবিসি এবং আর জি কর মামলার শুনানি নিয়ে বড় খবর সামনে এল! আদৌ নিষ্পত্তি কি হবে?

ইতিমধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এর আগে সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছিল, তিন মাসের মধ্যে (যার মেয়াদ শেষ হচ্ছে জুলাইয়ে) তারা নতুন ওবিসি তালিকা প্রকাশ করবে। এর মধ্যেই কাজ শেষ হয়েছে। এই মুহূর্তে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে গেলে সেখানে ওবিসি-দের জন্য কত শতাংশ সংরক্ষণ থাকবে, সে কলামে কী লেখা হবে, সেটা শিক্ষা দফতরের আধিকারিকদের কাছে স্পষ্ট ছিল না। এবার তা স্পষ্ট হয়ে গেল।

পড়ুন:  SSC শিক্ষক নিয়োগ: কাউন্সেলিং নিয়ে বড় সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের

নবান্ন সূত্রে জানা গেছে, আগে তালিকায় ৬৬টি অন্যান্য অনগ্রসর শ্রেণির নাম ছিল। সমীক্ষার পর সেই তালিকা থেকে দু’টি শ্রেণির নাম আপাতত বাদ গিয়েছে। তা নিয়ে আরও সমীক্ষা হবে। বাকি ৬৪টি অনগ্রসর জাতির সঙ্গে আরও ৭৬টি নতুন অন্যান্য অনগ্রসর শ্রেণি তালিকাভুক্ত করা হয়েছে। সবমিলিয়ে এখন তালিকায় অন‌্যান‌্য অনগ্রসর শ্রেণির সংখ‌্যা বেড়ে হল ১৪০ এবং ৭ থেকে বেড়ে সংরক্ষণ হল ১৭ শতাংশ। এদিন নবান্ন মন্ত্রিসভার বৈঠকে অত‌্যন্ত গুরুত্বপূর্ণ এই ওবিসি সংরক্ষণ বিধি পেশ করা হয়। নবান্ন সূত্রে খবর, আগামী ৯ জুন থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। এই পর্বেই এটি বিল আকারে নিয়ে আসতে চলেছে রাজ‌্য।