HomeIndiaউপ নির্বাচন ভোটের ফল: রাজ্যের 6 আসনেই সবুজ ঝড়ের ইঙ্গিত, বিরাট...

উপ নির্বাচন ভোটের ফল: রাজ্যের 6 আসনেই সবুজ ঝড়ের ইঙ্গিত, বিরাট জয়ের পথে তৃনমূল, দেখেনিন

উপ নির্বাচন ভোটের ফল: আজ রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলপ্রকাশ হচ্ছে৷ ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটগণনা ৷ প্রাথমিক ট্রেন্ড অনুসারে বিরাট জয়ের পথে রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেস। 13 নভেম্বর কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর 24 পরগনার হাড়োয়া ও নৈহাটি, বাঁকুড়ার তালডাংরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর-সহ ছ’টি বিধানসভা উপনির্বাচন হয়েছে ৷ 6টির মধ্যে মাদারিহাট ছাড়া বাকি পাঁচটি বিধানসভা ছিল তৃণমূলের দখলে ৷ একটি ছিল বিজেপি’র ৷

উপনির্বাচনের ফল

নৈহাটি: ৩০ হাজার ভোটে এগিয়ে TMC
হাড়োয়া:৫২,৫৯৭ ভোটে এগিয়ে TMC
মাদারিহাট: ১৪,৬১০ ভোটে এগিয়ে TMC
সিতাই:৭৪ হাজারের বেশি ভোটে এগিয়ে TMC
মেদিনীপুর: ১৩,৭০০ ভোটে এগিয়ে TMC
তালডাংরা:৮,৮৩৬ ভোটে এগিয়ে TMC

By-Election Update: বাড়ছে তৃণমূলের ব্যবধান

  • অষ্টম রাউন্ড শেষে ৪০৪৩৬ ভোটে এগিয়ে নৈহাটি বিধান সভার তৃনমুল প্রার্থী সনৎ দে।
  • সিতাই বিধানসভা কেন্দ্রে পঞ্চম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী ৬০৫৯৩ ভোটে এগিয়ে।
  • মেদিনীপুর পঞ্চম রাউন্ড গণনা শেষে তৃণমূল এগিয়ে ১৩৭১৬ ভোটে।
  • হাড়োয়ায় ৫ রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ৫২,৫৯৭ ভোটে।
পড়ুন:  8th Pay Commission: সরকারি কর্মীদের জন্য বড় আপডেট! আগামী মাসেই আসতে চলেছে সুখবর, পরবর্তী বেতন কমিশন গঠন নিয়ে যা জানা গেল

নৈহাটিতে পঞ্চম রাউন্ড শেষে 24 হাজার 911 ভোটে এগিয়ে নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে ৷ আর হাড়োয়ায় দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ রবিউল ইসলাম 22 হাজার 82 ভোটে এগিয়ে ৷ এখানে দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ প্রার্থী।

মাদারিহাট উপনির্বাচনের প্রথম রাউন্ডের শেষে 5 হাজার 271 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ৷ মেদিনীপুরেও প্রথম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী সুজয় হাজরাও এগিয়ে ৷ তৃণমূল প্রার্থী পেয়েছেন 7 হাজার 48 ৷ বিজেপি প্রার্থী পেয়েছেন 5 হাজার 501 ৷ সিপিআই প্রার্থী পেয়েছেন 703 ৷ তৃণমূল প্রার্থী এগিয়ে 1 হাজার 583 ভোটে। এখনও পর্যন্ত 6 বিধানসভা আসনেই এগিয়ে তৃণমূল ৷

পড়ুন:  AR Rahman, Saira Banu: ডিভোর্স হয়ে গেল এ আর রহমান এবং স্ত্রী সায়রা বানুর! কি কারণে বিচ্ছেদ? যা জানা গেল

তালডাংরায় প্রথম রাউন্ডের শেষে 3 হাজার 300 ভোটে এগিয়ে তৃণমূল ৷ নৈহাটিতে তৃতীয় রাউন্ডের শেষে 14 হাজার 690 ভোটে এগিয়ে তৃণমূল ৷ সিতাইয়ে 15 হাজার 300 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!