স্কুল শিক্ষিকার মৃত্যু: এবার এক অত্যন্ত দুঃখজনক খবর সামনে এল। শারীরিক অসুস্থতায় মৃত্যু হল এক স্কুল শিক্ষিকার। মৃত শিক্ষিকার নাম সোমা দাস। তিনি যোগেন্দ্রপুর হাই স্কুলে সহকারী শিক্ষিকা পদে কর্মরত ছিলেন। দর্শন বিষয়ের শিক্ষিকা ছিলেন তিনি।
অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ওই শিক্ষিকার। সোমা দাস যোগেন্দ্রপুর হাই স্কুলে কর্মরত ছিলেন। জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, তবে একটু দেরিতেই ক্যান্সার ধরা পড়েছিল। চিকিৎসা চলছিল, তবে শেষ রক্ষা হলনা। ক্যান্সারেই মৃত্যু হয়েছে ওই শিক্ষিকার।
প্রিয় শিক্ষিকার এই হঠাৎ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যোগেন্দ্রপুর হাই স্কুলে সহকারী শিক্ষিকা হিসাবে কাজ করছিলেন তিনি। স্বল্পভাষী, সদা হাস্যময় সোমা দাস খুব অল্প সময়ের মধ্যেই স্কুলের সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
প্রিয় শিক্ষিকার অকাল প্ৰয়ানে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ গভীরভাবে মর্মাহত ও শোকাহত।