SSC: দীর্ঘ দিনের শূন্যপদ পূরণ হল,নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে সচিব পেল এসএসসি, বিজ্ঞপ্তি প্রকাশ

3219
এসএসসি SSC শিক্ষক

নিউজ ডেস্ক: প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে। এরই মধ্যে দীর্ঘ দিনের শূন্যপদ পূরণ করল রাজ্য সরকার। শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগপ্রক্রিয়া শুরুর আগে নতুন সচিব পেল স্কুল সার্ভিস কমিশন (SSC)। চলতি বছরের মধ্যেই এসএসসিকে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে সুপ্রিম কোর্ট। তার আগে নতুন সচিব নিয়োগ করা হল।

পড়ুন:  WBSSC: এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে গুরুত্বপুর্ন তথ্য জানা গেল, জেনেনিন আপডেট

নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে নতুন সচিব পেল এসএসসি। এসএসসির নতুন সচিব পদে নিয়োগ করা হয়েছে অরুণকুমার রায়কে। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দফতর।

এর আগে এসএসসির সচিব ছিলেন অর্ণব চট্টোপাধ্যায়। পরে তিনি পদত্যাগ করেন। সেই থেকেই এই পদটি খালি পড়ে ছিল। দীর্ঘ দিন এসএসসির সচিব পদে আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর কমিশনের উপর চাপ বেড়েছে। ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করতে হবে। সেই আবহেই শূন্যপদ পূরণ করে দেওয়া হল।

প্রসঙ্গত উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তার ফলে চাকরি গিয়েছে ২৫,৭৩৫ জনের। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নতুন বিজ্ঞপ্তি জারি করে ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পড়ুন:  নতুন পে কমিশন গঠনের পর DA বাবদ কত ক্ষতি হচ্ছে বাংলার সরকারি কর্মীদের? হিসেব দেখেনিন